বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ মেয়াদ মেয়াদ উত্তীর্ণ পূণ্য বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য বিক্রেয়ের অপরাধে দিনাজপুরের বীরগঞ্জ পৌরশহরের পুরাতন শহীদ মিনার মোড় ও কাহারোল মোড় এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার মনিটরিং অভিযানে ৪ প্রতিষ্ঠানের ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ৬ (জানুয়ারি ২০২২) বৃহস্পতিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলার সহকারী পরিচালক মমতাজ বেগমের নেতৃত্বে বীরগঞ্জ পৌর বাজারের কাহারোল রোড ও শহীদ মিনার সংলগ্ন এলাকায় বাজার মনিটরিং অভিযান পরিচালিত হয়। এসময় ভাই ভাই স্টোরে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ পূণ্য রাখার দায়ে সংশ্লিষ্ট আইনের ৫১ ধারায় ৩ হাজার টাকা, তাহমিদ স্টোরের সামনে অবৈধভাবে গাড়ী রাখার দায়ে ৪৫ ধারায় ৩ হাজার টাকা ও চিটাগাং গরুর মাংসের হোটেলে অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশ করে ব্যবসা পরিচালনার এবং একই অভিযোগে মালিক মোস্তফা কামাল কে ৪৩ ধারায় ৫ হাজার টাকা এবং একই অভিযোগে বিসমিল্লাহ হোটেল মালিক বদিউজ্জামান সাদ্দাম কে ৩ টাকাসহ সর্বমোট ১৪ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।অভিযানে সহযোগীতায় করেন বীরগঞ্জ উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর মো.ফরিদ বিন ইসলাম, জেলা এস আই টি সামিউল ইসলাম ও জেলা পুলিশ লাইনের সদস্যবৃন্দ।