পীরগঞ্জ প্রতিনিধি ঃ ঠাকুরগাওয়ের পীরগঞ্জে ভাষা শহিদদের স্বরণে টি-২০ গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের ৭ম আসরের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকালে পশ্চিম চৌরাস্তা ক্রীড়া একাদশের আয়োজনে পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা ইকরামুল হক। টুর্নামেন্টের আহবায়ক তানভির রহমান মিঠুর সভাপতিত্বে এবং প্রভাষক রমজান আলীর সঞ্চালনায় উদ্বোধনী সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজওয়ানুল হক বিপ্লব, সহ সভাপতি শামিমুজ্জামান জুয়েল, যুগ্ন সম্পাদক ইফতেখারুল হক ধ্রæব, অর্থ সম্পাদক আসাদুল ইসলাম সরকার বুলু, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সম্পাদক সুমন মন্ডল প্রমূখ। এ সময় পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ সহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে ১৬টি দল অংশ নিচ্ছে।