বিকাশ ঘোষ, বীরগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃবঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার সকল শিশুর সমান অধিকার। এই প্রতিপাদ্যকে সামনে রেখে, দিনাজপুরের কাহারোল উপজেলায় গত ১৭ মার্চ ২০২২ সকাল ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস সপ্তাহব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণ জয়ন্তী মেলা উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মেলা উদ্বোধন শেষে উপজেলা নির্বাহি অফিসার মনিরুল হাসান এর সভাপতিত্বে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর ১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মালেক সরকার, এ সময় উপস্থিত ছিলেন কাহারোল থানা অফিসার ইনচার্জ মোঃ রইছ উদ্দিন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ রায়হান, উপজেলা স্বাস্থ্য পঃপঃ ভারপ্রাপ্ত কর্মকর্তা ডাক্তার মোঃ রায়হান কবির জিকো, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আশরাফুল হক মাস্টার, জেলা পরিষদের সদস্য শাহ মোস্তফা হোসেন আলম। আলোচনা শেষে প্রধান অতিথি ২১টি স্টল পরিদর্শন করেন।