পীরগঞ্জ প্রতিনিধি : “প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি ” প্রতিপাদ্যে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে র্যালি,আলোচনাসভা ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন দপ্তরের আয়োজনে দিবসটি পালিত হয়েছে।
উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন, উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক জিলুর রহমান জুয়েল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা র্মিজা মোনোয়ার হোসেন, উপজেলা জামাতের আমির বাবুল আহম্মেদ, পীরগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, উপজেলা কমিউনিস্ট পার্টি’র সাধারণ সম্পাদক মর্তুজা আলম, ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান মিঠু, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক সাকিব আহেমদ সোহান, আবু সালেহ মোঃ সিহাব, পীরগঞ্জ ইএসডিও-থ্রাইভ প্রকল্পের অফিসার ওয়ালিউর রহমান, গুগনেইবারস ম্যানেজার বিধান মন্ডল, যুবনেতা আরফান আলী, ল্যামপোষ্টের তাবাসসুম শিমু। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোকাদ্দেস হায়াত মিলন।
পরে সফল ৪টি যুব সংগঠনকে সম্মাননা ক্রেস্ট প্রদান, উদ্যোক্তা ৫জন যুবকের মাঝে এক লাখ টাকা করে ঋণ বাবদ ব্যাংকের চেক বিতরণ করা হয়। পরে বৈষম্যহীন ও শোষণমুক্ত বাংলাদেশ গঠনের লক্ষ্যে উপস্থিত সকলকে শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার রকিবুল হাসান।