বিকাশ ঘোষ , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম, ফেজ-২ প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় নারী কমিউনিটি প্রাণিস্বাস্থ্য কর্মীদের মাঝে কিটবক্স ও সনদপত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের প্রশিক্ষণ কক্ষে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে এ বিতরণী অনুষ্ঠানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ ওসমান গনি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাংসদ ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। অন্যানদের মধ্যে বক্তব্য রাখেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. কাজী দিলশাদ মোস্তারী, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মোঃ নেওয়াজ শরীফ প্রমুখ। এরপরে কর্মীদের মাঝে কিটবক্স ও সনদপত্র প্রদান করেন উপজেলা চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।