বোচাগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধি
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন বোচাগঞ্জ উপজেলা শাখার এক মতবিনিময় সভায় জয় কুমার পাত্র কে সভাপতি ও লিটন দাস টুকু কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন করা হয়েছে।
১ এপ্রিল বিকাল ৫টায় সেতাবগঞ্জ পৌরসভার হল রুমে জয় কুমার পাত্র এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন দিনাজপুর জেলার সভাপতি আলহাজ¦ মোঃ মোফাজ্জল হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মোখলেছুর রহমান। এসময় জেলা ও বোচাগঞ্জ উপজেলার অণ্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মতবিনিময় সভা শেষে উপস্থিত সকলের সম্মতি ক্রমে জয় কুমার পাত্র কে সভাপতি ও লিটন দাস টুকু কে সাধারণ সম্পাদক করে আগামী ২ বছরের জন্য ১৩ সদস্য বিশিষ্ঠ বোচাগঞ্জ উপজেলা বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশন (বাজুস) এর কমিটি গঠন করা হয়।