বিকাশ ঘোষ, বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের বীরগঞ্জে নিরাপদ খাদ্য, ঔষধ ও প্রাণিখাদ্য নিশ্চিত করার লক্ষ্যে রেগুলেটরি ভূমিকায় প্রাণিসম্পদ বিভাগের অধিনে বীরগঞ্জ উপজেলা সদরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনায় দুই প্রতিষ্ঠান হতে ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গত ১৩ জুন সোমবার বিকেলে বীরগঞ্জ পৌরশহরে মোবাইল কোর্টে বিচার কার্য পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহেনা এবং প্রসিকিউশন প্রদান করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ ওসমান গনি। উল্লেখিত মোবাইল কোর্টে উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মো. নেওয়াজ শরিফ, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর উত্তম রায় সহ আনসার বাহিনী অংশগ্রহণ করেন। এসময় ঔষধ আইন-১৯৪০ এবং মৎস্য খাদ্য ও পশুখাদ্য আইন-২০১০ এর আলোকে এই মোবাইল কোর্ট পরিচালনায় লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বন্ধন পোল্ট্রি ফার্ম ও কেয়া ফার্মেসী হতে ২ হাজার টাকা করে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয় ।