বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ দিনাজপুর সদর উপজেলা শাখা ও চিরিরবন্দর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সকল কার্যক্রম বিলুপ্তি করেছে জেলা কমিটি। ২০ জুন ২০২২ইং তারিখে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ দিনাজপুর জেলা শাখার আহবায়ক এ্যাডঃ সারোয়ার আহমেদ বাবু ও সদস্য সচিব মোঃ ইসমাইল হোসেন কর্তৃক স্বাক্ষরিত দিনাজপুর সদর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক মোঃ আব্দুর রাজ্জাক ও সদস্য সচিব দুর্জয় কুমার রায় এবং চিরিরবন্দর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহবায়ক মোঃ আব্দুল্লাহ আল মামুন ও সদস্য সচিব আবু সাঈদ মোঃ আজরফ সিদ্দিকী মনন এর জেলা কমিটি কর্তৃক গত ২৭ মে ২০২২ তারিখে জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় উক্ত ২টি উপজেলায় কমিটি প্রদান করা হয়। বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের গঠনতন্ত্র মোতাবেক কোন জাতীয় দিবস উৎযাপন করে নাই। এছাড়াও জেলা শাখার পক্ষ থেকে বার বার নোটিশ দেওয়ার পরও কার্যনির্বাহী কমিটির সভাসহ বর্ধিত সভায় উক্ত ২টি কমিটির নেতৃবৃন্দ উপস্থিত হন নাই। সাংগঠনিক কাজে ধারাবাহিক অনুপস্থিতি, দায়িত্ব পালনে শৈথিল্য ও ব্যর্থতা সংগঠনের অভ্যন্তরে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং এই কারণে সংগঠন চরমভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে বলে প্রমাণিত হয়। এমতাবস্থায় কার্যনির্বাহী কমিটির সভায় ব্যাপক ও বিস্তারিত আলোচনান্তে এবং মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার কারণে সর্বসম্মতিক্রমে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের গঠনতন্ত্রের ধারা-১৭(ঙ)/১৭(চ)/১৮ মতে ২০/০১/২০২১ তারিখে দিনাজপুর জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ কর্তৃক দিনাজপুর সদর উপজেলা ও চিরিরবন্দর উপজেলা মৎস্যজীবী লীগ এর আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণার সিদ্ধান্ত গৃহীত হয় এবং পাশাপাশি অনতিবিলম্বে চিরিরবন্দর উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সম্মেলন প্রস্তুতি/এডহক কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।