বৃহস্পতিবার , ২৩ জুন ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

হাকিমপুরে প্রেমে বাঁধা দেওয়ায় স্বেচ্ছাসেবকলীগ নেতার উপর হামলায়

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ২৩, ২০২২ ১০:৪০ অপরাহ্ণ
হাকিমপুরে প্রেমে বাঁধা দেওয়ায়  স্বেচ্ছাসেবকলীগ নেতার উপর হামলায়

দিনাজপুরের হাকিমপুর হিলিতে প্রেমে বাঁধা দেওয়ায় উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মোতালেব হোসেন লিটন (৪৭) এর উপর হামলা চালিয়েছে প্রতিবেশী রুবেল মিয়া (৩২) নামের এক যুবক। হামলায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। রুবেল মিয়াকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বুধবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের সাঁতকুড়ি (রেলগেট) বাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান,পূর্ব পরিকল্পিত ভাবে স্বেচ্ছাসেবক লীগের নেতা লিটনকে অতর্কিত ভাবে সিনেমার ইষ্টাইলে ধারালো চাকু দিয়ে গলাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায় চিহ্নিত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী রুবেল মিয়া (৩২)। পরে মোতালেব হোসেন লিটনকে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
হাকিমপুর স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রাকিব হাসান বলেন, সকাল দশটার দিকে মোতালেব হোসেন লিটনকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসে। তাকে ধারালো চাকু দিয়ে গলাসহ শরীরের বিভিন্ন অংশে আঘাত করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার চিকিৎসা চলছে। এখন তিনি কিছুটা সুস্থ।
হাকিমপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সভাপতি কাহের আলী বলেন, আমি মোবাইলে খবর পেয়ে সঙ্গে সঙ্গে হাসপাতালে গিয়ে মোতালেব হোসেন লিটন এর সাথে দেখা করি এবং তার চিকিৎসার খোঁজ খবর নেই। আমি সন্ত্রাসী রুবেল মিয়াকে দ্রæত আটক করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাচ্ছি।
এবিষয়ে হাকিমপুর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আবু সায়েম বলেন,বিষয়টি জানতে পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে দেয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন স্বেচ্ছাসেবক লীগ নেতা মোতালেব হোসেন লিটন এর সাথে দেখা করে কথা বলেছি।
তিনি আরও বলেন, আমি যতটুকু বুঝতে পারছি,এটা কোন প্রেমের সম্পর্কে বাধা দেওয়ার ঘটনা এবং ভিকটিম নিজে সেটি মিমাংসা করে দিলেও মূলত সেখান থেকে শত্রুতা শুরু হয়েছে। পূর্ব শত্রুতার কারণে আজ এই ধরণের ঘটনা ঘটেছে। আসামি পালাতক রয়েছে। আসামিকে দ্রæত গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সেই সাথে থানায় মামলা দায়ের এর প্রস্তুতি চলছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

নিরঞ্জন হীরা সম্পাদিত কবিতা সংকলন ‘মা’ এর মোড়ক উন্মোচন আলোচনা ও কবিতা পাঠ

দিনাজপুরে ৫০ কেজি গাঁজাসহ মাদককারবারী আটক

পঞ্চগড়ে সমতলের চা বাগানে মিশ্র ফলের আবাদ করে লোকসান পুষিয়ে নেয়ার চেষ্টায় চা চাষিরা

চিরিরবন্দরে আন্দোলনের গ্রাফিতির ওপর জয় বাংলা লিখল কারা?

বীরগঞ্জে ডিজিটাল যুগে বাঁশের তৈরি পণ্য বিক্রি করেই চলে মতি মিয়ার সংসার

রাণীশংকৈলে কদর বাড়ছে নারী শ্রমিকের

বিরামপুর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা

বিভিন্ন আয়োজনে হাবিপ্রবিতে শেখ রাসেল দিবস উদযাপন

হরিপুরে শিক্ষার্থীদের টিকাদান কেন্দ্রে উপেক্ষিত স্বাস্থ্যবিধি

প্রশাসনের কাছে জীবন ও সম্পদ রক্ষার দাবি জানিয়ে দিনাজপুরে সংবাদ সম্মেলন