খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুর জেলার খানসামা থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে চিত্তরঞ্জন রায় যোগদান করেছেন। এর আগে তিনি ঠাকুরগাও জেলার রুহিয়া থানায় অফিসার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলায়।
বৃহস্পতিবার সন্ধ্যা পর তিনি থানায় যোগদান করলে থানার ওসি (তদন্ত) তাওহিদ হোসেন ফুলেল শুভেচ্ছা জানিয়ে অভ্যর্থনা জানান। এসময় থানার এসআই ও এএসআইরা উপস্থিত ছিলেন।
নবাগত ওসি চিত্তরঞ্জন রায় বলেন, খানসামা থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সচেষ্ট থাকার পাশাপাশি উপজেলাকে মাদক, সন্ত্রাস ও ইউটিজিংমুক্ত রাখতে কাজ করে যাব। থানার সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড দমন করতে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে সকলের সহযোগিতা প্রয়োজন।