সোমবার , ২৭ জুন ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

হাবিপ্রবিতে “শিক্ষণ পদ্ধতি বিষয়ক” প্রশিক্ষণ কর্মশালা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুন ২৭, ২০২২ ৭:৩২ অপরাহ্ণ
হাবিপ্রবিতে “শিক্ষণ পদ্ধতি বিষয়ক”  প্রশিক্ষণ কর্মশালা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ইনস্টিটিউট অব রিসার্চ এন্ড ট্রেনিং (আইআরটি) এর আয়োজনে কৃষি অনুষদের শিক্ষকদের জন্য দুদিনব্যাপী “শিক্ষণ পদ্ধতি বিষয়ক” প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আজ সকাল ১০ টায় আইআরটি’র কনফারেন্স রুমে উক্ত কর্মশালার উদ্বোধন করেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, সভাপতিত্ব করেন আইআরটি’র পরিচালক প্রফেসর ড. এস. এম. হারুন-উর-রশিদ, সঞ্চালনা করেন সহযোগী পরিচালক প্রফেসর ড. বেগম ফাতেমা জোহরা। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. মোঃ মাহমুদুল হাসান সিকদার।
এ সময় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরপরই শিক্ষার গুণগত মান নিশ্চিতের উপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, ড. কুদরত-ই-খুদা শিক্ষা কমিশন যে রিপোর্ট দিয়েছিল, সেটি বহু বছরেও বাস্তবায়নের মুখ দেখেনি। বলা হয়ে থাকে এই রিপোর্ট বিশ্বে অন্যতম সেরা একটি রিপোর্ট। ২০০৯ সালে সরকার গঠনের পরপরই মাননীয় প্রধানমন্ত্রী ড. কুদরত-ই-খুদা শিক্ষা কমিশনের সেই রিপোর্ট বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। শিক্ষার গুণগত মান নিশ্চিতের জন্য সরকার ইতোমধ্যেই বেশ কিছু বড় বড় উদ্যোগ নিয়েছে। আগামী বছর থেকে দেশের শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে। শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের নৈতিক ম‚ল্যবোধ, সৃষ্টিশীলতা ও চিন্তাশক্তি বৃদ্ধির উপর গুরুত্ব প্রদান করা হচ্ছে। এক কথায় এর মাধ্যমে শিক্ষা ব্যবস্থার গুণগত পরিবর্তন সাধিত হবে। এই পরিবর্তনের সাথে আমাদেরও মানিয়ে নিয়ে চলতে হবে। আজকের এই কর্মশালা এক্ষেত্রে গুরুত্বপ‚র্ণ ভ‚মিকা পালন করতে। এ ধরণের সময়োপযোগী কর্মশালা আয়োজনের জন্য আমি আইআরটি কে ধন্যবাদ জানাই।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

বীরগঞ্জে বারি উদ্ভাবিত কৃষি যন্ত্রপাতির এডাপটিভ ট্রায়াল

ধর্মান্ধতা একটি সমাজের জন্য আতঙ্ক -মনোরঞ্জন শীল গোপাল এমপি

উদ্দীপ্ত ৯৩ ঠাকুরগাঁও”র ফ্রি মেডিকেল ক্যাম্প ও শীতবস্ত্র বিতরণ !

রাণীশংকৈলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

দিনাজপুর শেখ রাসেল স্মৃতি গোলকাপ ফুটবল টুর্নামেন্ট‘র ট্রাইবেকারে রাজু একাদশকে ৪-৩ গোলে পরাজিত করে সৈয়দপুর ফুটবল কোচিং সেন্টার বিজয়ী

মহিলা আওয়ামী লীগের মানববন্ধনে বক্তারা দেশে আবারও আগুন সন্ত্রাস চালানোর পায়তারা

সাপে কাটলে হাসপাতালে যাওয়াই ভালো-ওঝা কাশেম হাজী

বীরগঞ্জে আদালতের নির্দেশে ঘরবাড়ি উচ্ছেদ, বসতবাড়ি হারিয়ে ৬টি পরিবার খোলা আকাশের নিচে

বীরগঞ্জে প্রাণিসম্পদের প্রদর্শনীর শুভ উদ্বোধন

ইউটিউব দেখে মহিষ খামারে স্বাবলম্বী অনার্স পাশ আশরাফুল