বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কেন্দ্রীয় নিদের্শনা বাস্তবায়নে দিনাজপুরের বিরামপুরে ৩৫সদস্য বিশিষ্ট ও নবাবগঞ্জ উপজেলায় ২১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে ।গতকাল পৃথক পৃথক অনুষ্ঠানে দিনব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে এসব কমিটির নেতৃবৃন্দের নাম ঘোষনা করা হয় । বিকেলে নবাবগঞ্জের স্বপ্নপুরী হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত ছিলেন সংসদ সদস্য শিবলী সাদিক ও এর আগে সকালে বিরামপুরের উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের প্রধান অতিথির বক্তব্য প্রদানের মধ্য দিয়ে কমিটি হস্তান্তর করা হয় ।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ দিনাজপুর জেলা শাখার সভাপতি আল-মামুন সরকার,সাধারন সম্পাদক মো: জুয়েল,সহ-সভাপতি আকাশ মাহমুদ নয়ন,সাংগঠনিক সম্পাদক তারিক আজিজ আজবীর,মো: আরজ,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আহসান হায়দার কেয়াসহ স্থানীয় বীরমুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন ।এসময় নব-নির্বাচিত মুক্তিযোদ্ধা সন্তান সংসদ বিরামপুর শাখার আহবায়ক শিবলী আক্কাশ মানিক ও নবাবগঞ্জ শাখার আলী আহসান উজ্জ্বল উপস্থিত ছিলেন ।এসময় মুক্তিযোদ্ধা সন্তান সংসদ সংসদের দিনাজপুরের নেতৃবৃন্দ,বাংলাদশের উন্নয়ন ও অগ্রযাত্রায় মুক্তিযুদ্ধের লক্ষ ও চেতনা বাস্তবায়নে নিজ নিজ অবস্থান থেকে সোচ্চার থেকে সকল প্রকার অপশক্তি মোকাবিলায় কঠোর হুঁশিয়ারী জানান।