ঠাকুরগাঁও : আসন্ন ঠাকুরগাঁও পৌরসভা নির্বাচনকে ঘিরে সরগরম হয়ে উঠেছে পৌর শহর। সবদিকেই বিভিন্ন গুঞ্জন ও বড় দুটি দলের দলীয় মনোনয়নের জন্য বিভিন্ন প্রার্থীরা দৌড়ঝাঁপ শুরু করেছে এবং পৌরবাসীও তাকিয়ে আছে সেদিকে। এর মধ্যেই গত সোমবার গভীর রাতে বিএনপির মেয়র প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ। গতকাল মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান।
তৈমুর রহমান জানান, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও পৌরসভার মেয়র প্রার্থী হিসেবে শরিফুল ইসলাম শরিফকে দলীয় মনোনয়ন দিয়ে বিএনপির প্রার্থী ঘোষনা করেছেন। তিনি সকল ভেদাভেদ ভুলে গিয়ে পৌর মেয়র হিসেবে শরিফুল ইসলাম শরিফকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।