বোদা(পঞ্চগড়)প্রতিনিধি \রেলপথমন্ত্রী অ্যাডভোকেট মো. নূরুল ইসলাম সুজন এমপি বলেছেন, অবহেলিত জনগোষ্ঠিকে সামাজিক নিরাপত্তা কর্মসুচির আওতায় এনে তাদের আর্থিক ও জীবন মান উন্নয়নে সহায়তা করে যাচ্ছে সরকার। তিনি বলেন,গরীব-দুখি মানুষের মুখে হাসি ফোটানোর জন্য বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন,সে স্বপ্ন বাস্তবায়নে প্রধান মন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন।তিনি বৃহস্পতিবার (৭ জুলাই) পঞ্চগড় জেলার বোদা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার অসচ্ছল ব্যক্তিদের মাঝে তার স্বেচ্ছাধীন মঞ্জুরী তহবীল হতে আর্থিক অনুদানের অর্থ প্রদান,বাই সাইকেল ও খেলার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। মন্ত্রী বলেন, বিএনপির রাজনীতিতে কোন লক্ষ নেই। তারা শুধু অন্ধের মত সরকারের সমালোচনা করে।তারা নির্বাচনে আসতে চায় না কারণ তাদের নেত্রী খালেদা জিয়া ও তারেক জিয়া দন্ডিত আসামী। তারা নির্বাচনে অংশ নিতে পারবেনা। তাই তারা নির্বাচন নিয়ে আবল-তাবল বকছে। তিনি বলেন,শেখ হাসিনা দেশের মানুষকে ভাল বাসেন,দেশের মানুষও তাকে ভাল বাসে। এই ভালবাসা ও আস্থা নিয়ে তিনি দেশ পরিচালনা করছেন। উপজেলা নির্বাহী অফিসার সোলেমান আলীর সভাপতিত্বে অনুদানের অর্থ বিতরণ অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি,পৌর মেয়র অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা বক্তব্য রাখেন। উপজেলার ১০৩ জন অস্বচ্ছল ব্যক্তির মাঝে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মন্ত্রীর স্বেচ্ছাধীন মঞ্জুরী তহবীল হতে আর্থিক অনুদানের অর্থ প্রদান করা হয়। এছাড়ার উপজেলার একশত জন গরীব মেধাবী ছাত্রীর মাঝে বাই সাইকেল,খেলার সামগ্রী ও বাদ যন্ত্র বিতরণ করা হয়। এর আগে মন্ত্রী জেলার দেবীগঞ্জ উপজেলার ৯৫ জন অস্বচ্ছল ব্যক্তির মাঝে প্রত্যেককে ৫ হাজার টাকা করে মন্ত্রীর স্বেচ্ছাধীন মঞ্জুরী তহবীল হতে আর্থিক অনুদানের অর্থ প্রদান করা হয়।