শনিবার , ১৬ জুলাই ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে পানির অভাবে আমন রোপণে চিন্তায় চাষি

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জুলাই ১৬, ২০২২ ১:০০ পূর্বাহ্ণ

আল ফয়সাল অনিক,রুহিয়া(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঋতু বৈচিত্রে চলছে আষাঢ় মাস আর আষাঢ় মাসেও বৃষ্টির পানির অভাবে বিপাকে পড়েছে ঠাকুরগাঁওয়ের রুহিয়ার আমন ধান চাষিরা। এদিকে সময় মত ধান রোপণ করতে না পারলে ধানের উৎপাদনও কমে যাওয়ার আশঙ্কা করছে কৃষি অফিস।

সরেজমিনে রুহিয়ার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, ফসলশূণ্যতায় পরে রয়েছে মাঠ। অনেকে পাট ও ভুট্টা তুলেও পানির অভাবে দিতে পারছেনা চাষ। গুটিকয়েক চাষি সেচ পাম দিয়েই শুরু করছে চাষাবাদ। আবার অনেকে সেচ ব্যবস্থায় বাড়তি খরচে ধান রোপণ নিয়ে চিন্তায় পড়েছে।

জানাগেছে, গত বছর ঠাকুরগাঁও সদর উপজেলায় ৫১ হাজার ৪৩৫ হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়। ফলন উৎপাদন হয় এক লাখ ৫৯ হাজার ৬১০ টন। কিন্তু এ বছর জুলাইয়ের শুরু থেকে দ্বিতীয় সপ্তাহ পার হলেও এখনো বিস্তীর্ণ এলাকা জুড়ে চাষিরা ধান রোপণ করতে পারেননি।

সমিজত উদ্দিন নামে এক চাষি বলেন, গতমাসে(জুন মাস) বৃষ্টি হয়েছিল। আমরা ধান রোপণের জন্য জমি তৈরি শুরু করেছিলাম। চলতি মাসে আর কোন বৃষ্টি হয়নি। এতে জমি শুকিয়ে ফেটে গেছে।

তৌহিদুল ইসলাম নামে আরেক চাষি বলেন, বর্ষার মৌসুমে ধান ক্ষেতে হাঁটু সমপরিমাণ পানি থইথই করে। কিন্তু বর্তমানে পানির অভাবে ধান রোপণ করতে পারছিনা। নষ্ট হয়ে যাচ্ছে আমাদের ধানের চারা।

ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ কৃষ্ণ রায় বলেন, প্রতি বছর জুলাই মাসে গড়ে ৭০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হয়। এ বছর এখন পর্যন্ত বড়জোর ১৭০ মি.মি. বৃষ্টিপাত হয়েছে। পানির সমস্যায় অনেকেই পাট কেটে আমন ধানের চারা রোপণ করতে পারছে না।

তিনি আরো বলেন, এখন পর্যন্ত ১০ শতাংশ জমিতে আমনের চারা রোপণ করা হয়েছে। দ্রুত ভারী বৃষ্টিপাত না হলে সমস্যা বাড়ার আশঙ্কা রয়েছে। এ অবস্থায় উৎপাদন যেন ব্যহত না হয় সেজন্য চারার বয়স ঠিক রেখে সম্পূরক সেচ প্রদান করে রোপন-কার্যক্রম চলমান রাখার জন্য কৃষকদের পরামর্শ প্রদান করা হচ্ছে। মাঠ পর্যায়ে বিএডিসি ও বিএমডিএর সেচ পাম্পগুলো চলমান রাখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে মাসব্যাপী হকি প্রশিক্ষণ উদ্বোধন

রুহিয়ায় শীতকালীন ব্যাডমিন্টন টুর্ণামেন্ট এর শুভ উদ্বোধন

বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল কার্যক্রম নিষিদ্ধ

ঠাকুরগাঁওয়ে বিনামূল্যে বকনা জাতের গরু বিতরণ

বীরগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা

বীরগঞ্জে মেয়র মোশাররফ এর নির্দেশনায় পাড়া-মহল্লায় মশা নিধনে ফগার মেশিনে ঔষধ স্প্রে

পঞ্চগড়ে পাথরাজ বাঁধ পানি ব্যবস্থাপনা দলের ডিজিটাল ভোট বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

পীরগঞ্জে চোলাই মদ সহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ে শীতের রাতে রাস্তায় ঘুরে ঘুরে কম্বল বিতরণ করলেন — জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান,

আটোয়ারীতে মহান মে দিবস পালিত