সোমবার , ১ আগস্ট ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে সম্প্রীতি মেলার উদ্বোধন অনুষ্ঠানে সদর ইউএনও সহিংস উগ্রবাদ প্রতিরোধে ধর্ম-বর্ণ জাত-পাতের ভেদাভেদ দুর করে মানুষ হিসেবে মানবতার সেতু রচনা করতে হবে

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ১, ২০২২ ৮:২১ অপরাহ্ণ
দিনাজপুরে সম্প্রীতি মেলার উদ্বোধন অনুষ্ঠানে সদর ইউএনও সহিংস উগ্রবাদ প্রতিরোধে ধর্ম-বর্ণ জাত-পাতের ভেদাভেদ দুর করে মানুষ হিসেবে মানবতার সেতু রচনা করতে হবে

দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা-আল-ম্ঈুদ বলেছেন সহিংস উগ্রবাদ প্রতিরোধে ধর্ম-বর্ণ জাত-পাতের ভেদাভেদ দুর করে মানুষ হিসেবে মানবতার সেতু রচনা করতে হবে। অপরের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে নিজ নিজ ধর্ম পালন করার নামই হচ্ছে সম্প্রীতি।
“সহিংস উগ্রবাদ নয়- ছড়িয়ে দিন ভালোবাসা” এই ¯েøাগানকে সামনে রেখে গত রোববার রাতে দিনাজপুর শিল্পকলা একাডেমী মিলনায়তনে বেসরকারী উন্নয়ন সংগঠন ঝানজিরা সমাজকল্যান সংস্থা (জেএসকেএস) এর আয়োজনে রূপান্তর ও ইউরোপীয়ন ইউনিয়নের অর্থায়নে গেলভেটাস ইন্টার কো-অপারেশন জার্মান সংস্থার সহযোগিতায় সিএসও পিভিই ক্যাপাসিটি বিল্ডিং ইন বাংলাদেশ এন্ড শ্রীলংকা প্রকল্পের আওতায় সহিংস উগ্রবাদ প্রতিরোধে সহযোগি সংস্থা সমূহের এবং জেলা মাল্টি স্টেক হোল্ডার প্লাটফর্ম সদস্যদের পিভিই ইস্যুতে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত সম্প্রীতি মেলার উদ্বোধন করতে গিয়ে তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। দিনাজপুর মাল্টি স্টেক হোল্ডার প্লাটফর্ম এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন জেএসকেএস এর নির্বাহী পরিচালক মোস্তফা কামাল।
বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে দিনাজপুর রামকৃষ্ণ আশ্রমের স্বামী সমানন্দ বলেন, কোন ধর্মই ছোট নয় সব ধর্মই মানুষের কল্যানের কথা বলে। সহিংস উগ্রবাদ কোন ধর্মই নেই। তাহলে আমরা কেন ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে নিজেদের মধ্যে সহিংস উগ্রবাদী ঘটনা ঘটিয়ে চলছি। এ থেকে আমাদের বের হয়ে আসতে হবে।
কারেন্ট হাট ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মাওলানা ড. লোকমান হাকিম বলেন, ইসলাম শান্তির ধর্ম। সন্ত্রাস উগ্রবাদকে ইসলাম কখনো সমর্থন করে না।
দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু বলেন, ধর্মীয় মূল্যবোধকে জাগ্রত করতে পারলে সমাজে সম্প্রীতির পরিবেশ গড়ে উঠবে।
দিনাজপুরে চার্চের ফাদার আলবার্ড সরেন বলেন, ধর্মীয় মূল্যবোধই পারে সহিংস উগ্রবাদ প্রতিরোধ করতে। আমাদের সন্তানদের ধর্মীয় মূল্যবোধের শিক্ষা দিতে হবে।
সম্মিলিত সাংস্কৃতিক দিনাজপুরের সভাপতি সুলতান কামালউদ্দীন বাচ্চু বলেন, আমাদের এখনো সহিংস উগ্রবাদ প্রতিরোধে এবং সম্প্রীতির জন্য মানুষকে সচেতন করতে সম্প্রীতির মেলা করতে হচ্ছে। শুভেচ্ছা বক্তব্য রাখেন রূপান্তর রাজশাহীর প্রকল্প সমন্বয়কারী রওনক বর্মণ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন মোঃ রহমতউল্লাহ রহমত। আলোচনা সভা শেষে সুইহারী সংগীত নিকেতনের পরিবেশনায় শিল্পীরা গন সংগীত, নৃত্য বিতানের পরিবেশনায় নৃত্য এবং ভৈরবীর পরিবেশনায় সম্প্রীতির নাটক “এবাউর্ট র্টান” পরিবেশন করা হয়।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ইন্দোনেশিয়ার ৫৯ আরোহী নিয়ে প্লেন নিখোঁজ

বড়দিন উপলক্ষে ফুলবাড়ীর ৫৮টি গির্জায় জিআর কর্মসুচির চাল বিতরণ

​​​​​​​টেস্টে অধিনায়ক হলেন সাকিব, সহ-অধিনায়ক লিটন

ঠাকুরগাঁওয়ে ভুল্লিতে সনাতন ধর্মাবলম্বী প্রতিবন্ধীদের মাঝে দূর্গা পূজার উপহার সামগ্রী বিতরন

৩ ডিসেম্বর ঠাকুরগাঁও পাক হানাদারমুক্ত দিবস

বীরগঞ্জে এক দিনব্যাপী উত্তম কৃষি চর্চা শীর্ষক কৃষক-কৃষাণী প্রশিক্ষণ

তেঁতুলিয়ায় শিক্ষা প্রতিমন্ত্রীর শতবর্ষী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন

আটোয়ারীতে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনাসভা ও মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত

বীরগঞ্জে মাদক, সন্ত্রাস, নাশকতা প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

বীরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু