পীরগঞ্জ প্রতিনিধি
ঠাকুরগায়ের পীরগঞ্জে ভ’মি রেকর্ড ডিজিলাইজেশনে ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও ইউনিয়ন ভ’মি কর্মকর্তাদেও সক্ষমতা বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইকো সোস্যাল ডেভলপমেন্ট অর্গানাইজেশন-ইএসডিইও’র আয়োজনে ও দি এশিয়া ফাউন্ডেশনের সহযোগিতায় একসেস প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজারশাহ আমিনুল হকের সভাপতিত্বে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি পীরগঞ্জ উপজেলা চেয়ারম্যান আখতারুল ইসলাম, বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির, পৌরসভার মেয়র বীরমুক্তিযোদ্ধা ইকরামুল হক, সহকারি কমিশনার(ভ’মি) কামরুল হাসান সোহাগ, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদীন বাবুল, সাধারণ সস্পাদক নসরতে খোদা রানা, ইউপি চেয়ারম্যান মোখলেসুর চৌধূরী, হিটলার হক, সাইদুর রহমান, সনাতন চন্দ্র রায়, ইউনিয়ন ভ’মি কর্মকর্তা লিয়াকত আলী, আবু রায়হান, স্থানীয় আমিন রাব্বানি, ফিল্ড ফেসিলেটেটর অগ্নী শিখা, বাহা মনি,ফ্রেন্সীস বাস্কেট, শুক্রু, বলরাম প্রমূখ।