নবাবগঞ্জ (দিনাজপুর) সংবাদদাতা \ পেশাগত দায়িত্ব পালনের সময় একটি ক্লিনিকে ইনডেপেন্ডেন্ট টেলিভিশনের সাংবাদিক হাসান মিসবাহ ও সাজু মিয়াকে আটক করে মারধরের ঘটনার প্রতিবাদে দিনাজপুরের নবাবগঞ্জে মানববন্ধন সমাবেশ হয়েছে। রোববার সকাল ১১ টায় নবাবগঞ্জ উপজেলায় নবাবগঞ্জ-বিরামপুর সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এতে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী, সাংবাদিক সংগঠন, নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন। সমাবশে বক্তারা রাজধানীর কামরাঙ্গীচরের এসপিএ রিভার সাইড মেডিকেল সেন্টারে অনিয়মের সংবাদ সংগ্রহের সময় এই দুই সাংবাদিকের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাদের দুই ঘণ্টা আটকে রেখে মারধরের সঙ্গে জড়িত সকলকে দ্রæত গ্রেপ্তার করে দৃষ্টান্তম‚লক বিচারের দাবি জানান।
সমাবেশে উপস্থিত সাংবাদিকরা বলেন, সাংবাদিকের সুরক্ষার সঙ্গে সাংঘর্ষিক সব আইন বাতিল করতে হবে।
মানববন্ধন ও সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা প্রেসক্লাবের সাধরণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান মিলন, দৈনিক ইত্তেফাক প্রত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ সুলতান মাহমুদ, নবাবগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম, সাংবাদিক জুলহাজুল কবির, প্রভাষক মোখলেছুর রহমান, জাহাঙ্গীর আলম, মাহাবুবুর রহমান তালুকদার।