বাংলাদেশে মৌলিক গানের একমাত্র প্ল্যাটফর্ম উর্বশী গানের সিঁড়ি। ইতোমধ্যে দেড় শতাধিক গান নিয়ে গানের জগতে গড়ে দিয়েছে এক নতুন দিগন্ত। ‘চাঁদনী রাইতে নিরজনে’, ‘প্রেমের মোহনায়’, ‘কাঁচা বাঁশে ঘুন ধইরাছে’. ‘চান্দের কোলে, কইরো না বিয়া-এর মতো জনপ্রিয় গানের জন্ম দিয়ে কোটি কোটি দর্শক-শ্রোতার মন ও নজর কেড়েছে উর্বশী ফোরাম। ২০২১ সালে শুরু হয়ে ইতোমধ্যে সফলভাবে তিনটি সিজন শেষ করে সম্প্রতি শেষ হলো চতুর্থ সিজনের শুটিং। ৪৫টি গানে কণ্ঠ দিয়ে শুটিং-এর অংশ নিলেন প্রায় অর্ধশত কণ্ঠশিল্পী।
বাংলাদেশ চলচ্চিত্র শিল্প কর্পোরেশনে ০৯ নম্বর ফ্লোরে পুরোনো জমিদার বাড়ির সেট নির্মাণ করে তিনদিন ব্যাপী শুটিং সম্পন্ন হয়। শুটিং-এ বিভিন্ন গানের শিরোনামে অংশ নেন কণ্ঠশিল্পী- ‘পান দিলা’- নুশরাত রেশমা , ‘বুকে ঢিপ ঢিপ করে’- গামছা পলাশ ও সাথী খান, ‘চাঁদনী রাতের জলে’- মাহতিম সাকিব, ‘নিজেরে বাসিও ভালো’-বৃষ্টি দে, ‘মনের আঙিনা’-হৃদয় সৈকত, ‘সোনাই জুনাই’- গামছা পলাশ ও লক্ষ্মী রায় প্রেমা, ‘খারাপ সময়’ – সামজ ভাই, ‘অন্তর্জ্বালা’-নিশি শ্রাবণী, ‘আস্ত গাধা’- কামরুজ্জামান রাব্বি, ‘চন্দ্রাবতী কইন্যা’ –সাদিয়া লিজা ও খায়রুল ওয়াসী, ‘তালপাখার বাতাস’-যুথী, ‘এতো কষ্ট’- আয়েশা জেবীন দিপা, ‘মনোবনে’- নুশরাত রেশমা, ‘বৃষ্টির গান’- শরাফা আমীরা, ‘পর হয়েছিস’-জয় প্রকাশ দে, ‘পাখিরে শিকল দিও না’-ইউসুফ আহমেদ খান, ‘দুষ্ট চোখের নজর’- গামছা পলাশ ও নুশরাত রেশমা, ‘বর্ষা গেলা’-পলাশ লোহ ও রুকসানা রুপসা, ‘সখী যাবো না’- জয় জুয়েল ও নুজহাত সাবিহা পুষ্পিতা, ‘ভুল বাতাস’-ইমন খান, ‘পদ্ম দিঘির জল’-জাহিন খান, ‘ডানা ভাঙ্গা পাখি’-ডলি মণ্ডল’, ‘ভাল্লাগে ক্যান শোন’ –সুমী শবনম, ‘কষ্ট নামের জেলখানা’- রাজু মণ্ডল, ‘ভালোবাসার ময়না পাখি’- শিমুল, ‘মানুষ চিনতে ভুল করেছি’- সালমা আক্তার, ‘প্রেম সুতায় বান্ধিবো’- ইবনাত সালমা, ‘নষ্ট মেয়ের দলে’- সাথী খান, ‘ছু মন্তর ছু’- মৌসুমী মৌ, সওদাগর- ‘ইবনাত সালমা’, ‘কলি কালের রাধা’- কলি সরকার, ‘হয় না চোখের ঘুম’- মুন শুর, ‘মোহিনী জানো’- এস কে শানু, ‘দুই নয়ন’- স্বপ্নীল, ‘মায়া দিলি’- নুশরাত রেশমা, ‘ইচ্ছে হলে এসো কাছে’- স্বর্গ্য তৌহিদ, মাধবী ফুলছায়ে’ –হৃদয় সৈকত ও অমি, ‘সখী আমার তৃষ্ণা বুকে’- স্বর্না ও জাহিন খান, ‘বন্ধু তুমি আইয়ো’- লক্ষ্মী রায় প্রেমা, ‘পাড়ায় একটা তুমি আছে’- রাজীব, ‘যামু আমি ভাইগা’- আকাশ মাহমুদ ও মহুয়া মুনা, ‘একলা দিন কাটে’- ইবনাত সালমা , ‘রং মাখাইলো প্রাণে’- লাবণ্য।
চতুর্থ সিজনের গানের গীতিকার হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন প্লাবন কোরেশী, বুলবুল আনাম, ড. আরমান হোসাইন আজম, ড. মো. হারুনুর রশীদ, অসীম রায়, রামা চরণ, শাহরিয়ার শাওন, শিমু কলি, রাহুল আচার্য্য, গাজী তারেক আজিজ, , জহিরুল ইসলাম বাদল, রাসেল কবির এবং মো. সেলিমুজ্জামান।
সুরকার হিসেবে রয়েছেন প্লাবন কোরেশী, বুলবুল আনাম, সালেহ বিশ্বাস, শামরান মিলন, গামছা পলাশ, শামীম মাহমুদ, এএইচ তূর্য, ফারদিন খান, জিয়াউল হক পিয়াল, পলাশ লোহ, জাহিন খান, আকরাম খান, জিয়া, এস কে শানু প্রমুখ।
অধিকাংশ গানের মিউজিক পরিচালনা করেছেন এএইচ তূর্য ও শামীম মাহমুদ। এছাড়া এইচআর লিটন, এএন ফরহাদ, শিবলু মাহমুদ কয়েকটি গানের সংগীত পরিচালনা করেছেন।
শুটিং-এর মিউজিক অনুকরণ করেছেন টনি হীরা, আজাদ টিপু, সোলায়মান, সাব্বির, তুহিন, শান্ত, তপন, সায়েম, প্রান্ত, রায়হান, রঞ্জিত, রতন, জান্নাত, নাবিলা।
কোরাস শিল্পী হিসেবে অংশ নিয়েছেন ফেরদৌসী, লাবণ্য এবং মামুন।
শুটিং-এ ডিওপি হিসেবে কাজ করেছেন যোসেফ মেহেদী। এছাড়াও তরুণ, লিপসন, আর কে, জীবন চন্দ্র দাস, দুর্জয় প্রমুখ।
গানগুলো পরিচালনা করেছেন ড. মো. হারুনুর রশীদ। সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন আকাশ এবং দ্বীপ। চতুর্থ সিজনের সেট নির্মাণ করেছেন ফরিদ আহমেদ। পরিচালক হারুনুর রশীদ বলেন, এবারের গানগুলো নতুনত্বের মাত্রা স্পর্শ করবে। প্রতিটি গানে নিরীক্ষা এবং যত্নের অতুল স্পর্শ রয়েছে। সকল দর্শকের মনোযাগ দিয়ে গানগুলো বিশ্লেষণ এবং মন্তব্য করার জন্য দৃষ্টি আকর্ষণ করেন তিনি। খুব শীঘ্রই গানগুলো উর্বশী ফোরাম চ্যানেলে রিলিজ পেতে শুরু করবে।