শনিবার , ১৬ আগস্ট ২০২৫ | ৩রা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

গানের মাধ্যমেই সমাজের কাজ করতে চান ইবনাত সালমা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ১৬, ২০২৫ ৪:২০ অপরাহ্ণ

‘বন্ধু তোমার মনটা ছাড়া আর কিছুই নিমু না, মনটা লইয়া তোমার আর ফিরাই দিমু না’-ইবনাত সালমার এই গানটি গানপ্রিয় সবাই শুনেছেন। আকাশ মাহমুদ-এর সঙ্গে যৌথভাবে গাওয়া এই গান কোটি দর্শকের হৃদয় জয় করেছে। ইবনাত সংগীতজগতে একে একে গান গেয়ে আলোড়ন তুলেছেন। মনির খানের সঙ্গে ‘ও রূপসী কন্যা’, ‘হইতি যদি বন্ধু আমার’ মিলিয়ন দর্শক দেখেছে। উর্বশী ফোরাম-এর মৌলিক গানের প্লাটফরমে মাহতিম সাকিবের সঙ্গে ‘সাগরের গান’ সম্প্রতি মুক্তি পেয়েছে। গান গাওয়ার ক্ষেত্রে ইবনাত গানের মানকে তিনি প্রাধান্য দেন। গান শুনে-বুঝে গাওয়ার জন্য রাজি হন। ইতোমধ্যে উর্বশী গানের সিঁড়ি’র চতুর্থ সিজনে তিনি ‘উর্বশী গানের সিঁড়ি জিনিয়াস ভোকালিস্ট’ হিসেবে প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন।

ইবনাত সালমা জামালপুরের মেয়ে। ২০১৬ সালে ঢাকায় পলিটেকনিকে ডিপ্লোমা করেন এবং গ্রিন ইউনিভার্সিটি থেকে ট্রিপল ই-তে বিএসসি ডিগ্রি নেন। এরই মধ্যে বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত শিল্পী হন। লাইভসহ এশিয়ান টিভি, এনটিভি, ইটিভি, এসএটিভি গ্লোবাল টিভি, নাগরিক টিভিতে গান করেন। গান চর্চা করে সাবিনা ইয়াসমিন এবং রুনার লায়লার মতো প্রাজ্ঞ শিল্পী হওয়ার স্বপ্ন দেখেন।
শুধু প্রফেশন হিসেবে গান এটাও যেমন চান, পাশাপাশি চাকরিও চালিয়ে যেতে চান। ভবিষ্যতে একটা গানের স্কুল করতে চান। যেখানে সবাই গান শেখার সুযোগ পাবে। সামর্থ্য হলে সমাজের জন্য কাজ করবেন। গানের যে ভালো কথাগুলো শিল্পীদের কণ্ঠে সুললিত হয় সেগুলো তিনি বাস্তবেও সমাজে দেখতে চান। এজন্য সমাজে সক্রিয়ভাবে অবদান রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
রিয়েলিটি শোতে প্রতিযোগিতায় অংশ নেবেন কি না জানতে চাইলে তিনি বলেন, তিনি আর কোনো রিয়েলিটি শো-তে যেতে চান না। ওই স্টেজটি তিনি পার করে এসেছেন। এখন জুনিয়ররা উঠে আসুক। যাদের স্পৃহা আছে, প্রতিভা আছে তারা স্বীকৃতি পাক। যদিও তাঁর সুযোগ আছে, তারপরও তিনি আর কোনো প্রতিযোগিতায় যেতে চান না। তিনি মনে করেন, যোগ্যতা থাকলে অবস্থান তৈরি হয়ে যাবে।
গানের সংগঠন হিসেবে তিনি উর্বশী ফোরাম গানের সিঁড়ির সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, উর্বশী ফোরাম বাংলাদেশের মৌলিক গানের প্ল্যাটফরম। এটা খুবই গর্বের যে মৌলিক গানে সমৃদ্ধ করার কাজে আমি সম্পৃক্ত হতে পারবো। এই ফোরাম আমার পরিবারের মতো। চতুর্থ সিজনে আমি যে অভিধায় অভিষিক্ত হয়েছি তাতে আমি ধন্যবাদ জানাচ্ছি সকলকে। আশা করি, দর্শকমণ্ডলী গান শুনবেন এবং পরামর্শ দিয়ে গড়ে উঠতে সহায়তা করবেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

লায়ন্স ক্লাব অব ঢাকা রোজ গার্ডেনের উদ্যোগে এতিমখানার শিক্ষার্থী ও ছিন্নমুল মানুষের মাঝে কম্বল বিতরন

বীরগঞ্জে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আগমনে নেতাকর্মীরা উজ্জীবিত

বোদায় বিএনপির সদস্য নবায়ন ও প্রাথমিক সদস্য অর্ন্তভুক্তি কর্মসূচী উদ্বোধন

রাণীশংকৈলে শিশু শিক্ষার্থীকে বলাৎকার করার অপরাধে মাদ্রাসার শিক্ষক গ্রেপ্তার

বীরগঞ্জে ৩০৮১ জন উপকারভোগীর মাঝে  ভিজিএফ এর চাল বিতরণ

১০ বছরেও আলোর মুখ দেখেনি ঠাকুরগাও জেলা পরিষদের শিশু পার্ক

এই সরকারের অধিনে কোন নির্বাচন নয়, বক্তব্যে বললেন বিএনপির মহাসচিব- মির্জা ফখরুল

চতুর্থ ধাপে বীরগঞ্জ উপজেলার নয়টি ইউপির ৯২টি কেন্দ্রে নির্বাচন

আওয়ামীলীগকে বির্তকিত করতে প্রতিমা ভাংচুর করা হয়

পঞ্চগড়ে সমাজসেবার কার্যক্রম নিয়ে ত্রৈমাসিক সংলাপ অনুষ্ঠিত