সোমবার , ২২ আগস্ট ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

রাণীশংকৈলে ‘আরসিএন’ ক্যাবল নেটওয়ার্কের অফিসে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
আগস্ট ২২, ২০২২ ৫:২৮ অপরাহ্ণ

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল, (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার পৌরশহরের আরসিএন ক্যাবল নেটওয়ার্কের মালিক রফিকুল ইসলাম রফিকে ভ্রাম্যমাণ আদালতে ৫০০০ টাকা জরিমানা করা হয়। সোমবার ২৩ আগস্ট দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবির স্টিভ নিয়ম বহিরভুত নেটওয়ার্ক ক্যাবল চালানোর অপরাধে ভোক্তা অধিকার আইনে জরিমানা করেন।
ঠাকুরগাঁও ক্যাবল নেটওয়ার্ক ও টাইম ক্যাবল টিভির মালিক সাইফুর রহমান লাবু ও নামিম হায়দারের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন করে নিয়ম বহিরভুতভাবে আরসিএন ক্যাবল নেটওয়ার্ক দীর্ঘদিন ধরে তার কার্যক্রম পরিচালানা করে আসছিল। যার সত্যতা প্রমানিত হয়েছে। পেক্ষিতে এ জরিমানা করা হয় এবং পরবর্তিতে আর এরকম নিয়ম বহিরভুত কাজ করতে পারবেন বলে নির্বাহী ম্যাজিস্ট্রেট নির্দেশ প্রদান করেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও