হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) “উবংরমহ, উবাষড়ঢ় ধহফ চবৎভড়ৎসধহপব ঊাধষঁধঃরড়হ ড়ভ ঃড়ি ঝঃধমব উৎুরহম ঞবপযহরয়ঁব ভড়ৎ উৎুরহম ড়ভ ঐরময গড়রংঃঁৎব এৎধরহং” শীর্ষক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের আইআরটি-এর কনফারেন্স রুমে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের সার্বিক তত্ত¡াবধানে সেমিনারটি অনুষ্ঠিত হয়।
ডিফেন্স অনুষ্ঠানে পরীক্ষা কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মারুফ আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম কামরুজ্জামান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডীন প্রফেসর ড. ফাহিমা খানম, আইআরটি এর পরিচালক প্রফেসর ড. এস. এম. হারুন উর রশিদ, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন ও গবেষণা সুপারভাইজার প্রফেসর ড. মোঃ সাজ্জাত হোসেন সরকারসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা। পিএইচডি থিসিস উপস্থাপনা করেন ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের পিএইচডি ফেলো ইঞ্জিনিয়ার মোঃ আজাদুল ইসলাম।