বৃহস্পতিবার , ২৭ অক্টোবর ২০২২ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আটোয়ারীতে যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
অক্টোবর ২৭, ২০২২ ৪:৫০ অপরাহ্ণ

মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পঞ্চগড়ের আটোয়ারীতে পালন করা হয়েছে। এ উপলক্ষে ২৭ অক্টোবর সকালে স্থানীয় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে কর্মসূচীর সূচনা হয়। পরে উপজেলা যুবদলের আহবায়ক ও সাবেক ধামোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম দুলালের সভাপতিত্বে দলীয় কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ বদিউজ্জামান মানিকের সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক ও মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ.জেড.এম বজলুর রহমান জাহেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র আহবায়ক কমিটির সদস্য সচিব আলহাজ¦ মোঃ কুদরত-ই-খুদা, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুগ্ন আহবায়ক মোঃ আঃ সামাদ আজাদ, ভাইস চেয়ারম্যান ও সদস্য মোঃ শাহাজাহাান, সদস্য মোঃ আব্দুল্লাহিল বাকী, সদস্য মোঃ মতিয়র রহমান, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক মোঃ মজনুল ইসলাম নয়ন, জরিফ হোসেন চৌধুরী মনি, সদস্য মোঃ আক্তারুজ্জামান আতা, মোঃ আজহারুল ইসলাম, মোঃ সায়মন আক্তার সুমন, ছাত্রদলের আহবায়ক মোঃ রাসেল সহ অন্যান্য নেতৃবৃন্দ। আলোচনাসভা শেষে দলীয় কার্যালয় হতে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এসে কর্মসূচীর ইতি টানা হয়। সেখানে উপস্থিত দলীয় নেতাকর্মীদের আগামী ২৯ অক্টোবর রংপুরে অনুষ্ঠিতব্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মহাসমাবেশে যোগদানের জন্য পুনঃরায় অনুরোধ করা হয়।
উল্লেখ্য, তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) প্রতিষ্ঠার সাথে সাথে ১৯৭৮ সালের ২৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নামে বিএনপি’র যুব সংগঠন প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠাকালীন যুবদলের আহবায়ক ছিলেন আবুল কাশেম যিনি পরবর্তীতে সভাপতি এবং সাইফুর রহমান প্রথম সাধারণ সম্পাদক ছিলেন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত