শনিবার সকালে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট অডিটোরিয়ামে আইডিইবি দিনাজপুর জেলা শাখার আয়োজনে দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট’র ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের সাথে আইডিইবি’র যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স বাংলাদেশ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি একেএমএ হামিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ প্রকৌশলী মোঃ আব্দুল ওয়াদুদ মন্ডল, আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতি (রংপুর অঞ্চল) মোঃ মাহবুবার রহমান, কেনিক’র প্রকাশনা সম্পাদক মোঃ আতিয়ার রহমান, কার্যনির্বাহী সদস্য মোঃ আবুল কালাম, কেনিক’র উপদেষ্টা মোঃ আখতারুল করিম প্রামাণিক। আইডিইবি জেলা কমিটির সভাপতি প্রকৌশলী মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আইডিইবি দিনাজপুরের সাধারন সম্পাদক মোঃ আব্দুল আউয়াল, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী সমিতি দিনাজপুর সভাপতি লুৎফুল কবির বকুল, আইডিইবি জেলা শাখার সহ-সভাপতি মোঃ শহিদুল ইসলাম, এসআরএ ইনস্টিটিউশন অব সাইন্স এন্ড টেকনোলজির বিভাগীয় প্রধান আবু ইসতিয়াক, দিপই’র শিক্ষক মোঃ শরিফ আহমেদ, শিক্ষক মোঃ নুরুল হক, এসআরএ ইনস্টিটিউশন অব সাইন্স এন্ড টেকনোলজি দিনাজপুরের অধ্যক্ষ মোঃ আকরাম আলী মিয়া, বাংলাদেশ পলিটেকনিক শিক্ষক সমিতি দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউটের সভাপতি মোঃ নুরুল হক, বাকাছাপ দিপই’র এর আহবায়ক মোঃ আরমান হোসেন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন আইডিইবি দিনাজপুর জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ রানা।
সঞ্চালনা করেন আইডিইবি জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক মোঃ সাজিউল ইসলাম সাজু ও দিপই’র শিক্ষক জেসমিন আরা মীরা।