রবিবার , ৬ নভেম্বর ২০২২ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জ রেল স্টেশন থেকে সোহেল নামে এক শিশু পাওয়া গেছে

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ৬, ২০২২ ৯:৫৪ অপরাহ্ণ

প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ রেল স্টেশন এলাকা থেকে ১০ বছর বয়সী এক শিশু পাওয়া গেছে। তার নাম সোহেল বলে জানায় সে। মায়ের নাম কাজলী। পিতার নাম বলতে পারে না। কোথা থেকে এসেছে বা কোথায় যাবে কিছুই বলতে পারছে না। বাড়ি উচারমোড়। থানা, জেলার নাম বলতে পারে না। শনিবার রাত সাড়ে নয়টার দিকে স্টেশন এলাকায় একা ঘুড়া ফিরা করতে দেখে স্টেশন এলাকার সোহেল নামে এক ব্যক্তি শিশুটিকে রাতে তার বাড়িতে আশ্রয় দেয়। রবিবার স্থানীয় কাউন্সিলর মাহফুজ এবং থানা পুলিশ সহ বিভিন্ন জন শিশুটির পরিবারের বিষয়ে খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেন। পরিবারের কোন সন্ধান না পেয়ে রবিবার সন্ধায় শিশুটিকে উপজেলা নির্বাহী অফিসারের নিকট নিয়ে যান কাউন্সিলর মাহফুজ সহ স্থানীয়রা। উপজেলা নির্বাহী আফিসার শাহরিয়ার নজির শিশুটিকে তার বাড়িতে নিয়ে যান এবং উঠানের দোলনায় বসিয়ে দোল খাওয়ানো সহ বিভিন্ন ভাবে বিনোদন দেওয়া চেষ্টা করেন। একা একা ঘুরা ফিরা করা জন্য শিশুটির হালকা কাশি দেখা দিলে তাকে সরকারী গাড়িতে করে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা করান উপজেলা নির্বাহী অফিসার। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুর রহমান সোহান জানান, শিশুটি ভাল আছে। সামান্য ঠান্ডা লেগেছে। কোন সমস্যা নাই। ওষুধ দেওয়া হয়েছে। বর্তমানে শিশুটি মাহফুজ কাউন্সিলরের জিম্মায় রয়েছে।
শিশুটির পিতা-মাতা বা আতœীয় স্বজনদের পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির বলেন, ধারণা করা হচ্ছে ঢাকার ট্রেনে করে শিশুটি পীরগঞ্জ স্টোশন এসেছে। বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। সোমবার মিটিং করে শিশুটির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঘোড়াঘাটে প্রাচীনকালের শিলালিপি উদ্ধার

সেতাবগঞ্জে করোনায় ১ জনের মৃত্যু

শিক্ষার্থীদের চলাচলের জন্য ৩ মাসের মধ্যে ব্রিজ নির্মাণ করা হবে – জাকারিয়া (জাকা) এমপি

হরতালের সমর্থনে ঠাকুরগাঁওয়ে মহিলা দলের বিক্ষোভ, এক আইনজীবী আটক

বেগম খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সু-চিকিৎসার দাবীকে স্মারকলিপি

ঠাকুরগাঁওয়ে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

ছাত্র ইউনিয়ন নেতা রিংকুর উপর হামলার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।

ঘোড়াঘাটে জাতীয় দূর্যোগ প্রস্তুতি দিবস পালিত

পঞ্চগড়ে বিদ্যানন্দ ফাউন্ডেশনের শিক্ষা বৃত্তি পেল শতাধিক অসহায় ও দরিদ্র শিক্ষার্থী

ঠাকুরগাঁওয়ে রাইস সিডারে তৈরি হল ১১০ একর জমির বীজতলা