শুক্রবার , ১৮ নভেম্বর ২০২২ | ২৭শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ঠাকুরগাঁওয়ে গৃহবধু ধর্ষনের অভিযোগে ইউপি সদস্য আটক

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
নভেম্বর ১৮, ২০২২ ৬:০৪ অপরাহ্ণ

মোঃ মজিবর রহমান শেখ,,
ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুরে এক গৃহবধু (১৯) কে ধর্ষনের অভিযোগে মামলা দায়ের করা হয়। ১৬ নভেম্বর বুধবার ঐ গৃহবধু বাদী হয়ে ঐ ইউনিয়নের ৭নং – ওয়ার্ডের ইউপি সদস্য মো: আবুল বাসার সুমন (৩৪) সহ ২জনকে আসামী করে ঠাকুরগাঁও সদর থানায় এ মামলাটি দায়ের করেন। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে ইউপি সদস্য সুমনকে আটক করে।
মামলার বিবরণে জানা যায়, গত এক বছর পূর্বে ঐ গৃহবধুর বীরগঞ্জ উপজেলায় বিয়ে হয়। বিয়ের পূর্ব থেকেই ইউপি সদস্য সুমন ঐ গৃহবধুকে বিভিন্ন সময়ে কু-প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিল। বিষয়টি ঐ নারী তার পরিবারের লোকজনকে জানালে তারা সুমনকে সাবধান করে দেন, এতে ক্ষিপ্ত হয়ে উঠে সুমন। ঐ গৃহবধু পড়ালেখা করার তাগিদে বাপের বাড়িতে থেকে বোদা মহিলা কলেজে লেখাপড়া শুরু করেন। এ অবস্থায় সুমন গৃহবধুর স্বামীকে তালাক দিয়ে তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে একধিকবার বিভিন্ন স্থানে নিয়ে ধর্ষন করে। এ অবস্থায় গত ৩ অক্টোবর সুমন ও তার সহযোগী হেলাল উদ্দীন (৪২) সহ তাকে বাড়ির পাশ্ববর্তী ডলফিন ক্লাব মাঠে ডাকেন। সেখানে গেলে তাকে মোটরসাইকেলযোগে সুমন ও হেলাল উদ্দীন জোরপূর্বক গাড়িতে চড়ান। পরে সুমনের বাড়িতে নিয়ে গিয়ে হেলাল উদ্দীনের সহায়তায় আবারও ধর্ষন করা হয় ঐ গৃহবধুকে। ঐ গৃহবধুকে সুমন হত্যার হুমকি দিয়ে ধর্ষনের বিষয়ে কাউকে না জানাতে ভয়-ভীতি দেখান। বিষয়টি গৃহবধু বাড়ির লোকজনকে জানালে সুমন কৌশলে আপোষ-মিমাংসার কথা বলে কালক্ষেপন করতে থাকেন। অবশেষে কোন সুরাহা না হলে ঐ গৃহবধু ঠাকুরগাঁও সদর থানায় ধর্ষন মামলাটি দায়ের করেন। মামলার আসামীরা হলেন, ঠাকুরগাঁও সদর উপজেলার মাজবর্ণী গ্রামের মো: ইসমাইল হোসেনের ছেলে মো: আবুল বাসার সুমন (৩৪) ও উত্তর মুজাবর্ণী গ্রামের মো: আব্দুল জব্বারের ছেলে মো: হেলাল উদ্দীন (৪২)।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

খানসামায় বুড়াখাঁপীরের মেলা বন্ধের দাবিতে মানববন্ধন

আ’লীগের আমলে ঘরে কোরআন-হাদিস রাখা যায়নি– ঠাকুরগাঁওয়ে বক্তব্যে বললেন –জামায়াত নেতা দেলাওয়ার

সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন দৃঢ়-জোরদারে মহিলা পরিষদের মানববন্ধন

আটোয়ারীতে পাটবীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা

ড. মো. হারুনুর রশীদ পরিচালিত সেলিনা হোসেনের ‘কাকতাড়ুয়া বুধা’ মুক্তি পেয়েছে

পঞ্চগড়ে বাড়িতে ডেকে নিয়ে স্কুল ছাত্রীকে ধর্ষণ নগ্ন ছবি ফেসবুকে ভাইরাল করার হুমকি দিয়ে চাঁদা দাবি আটক এক

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ৬ জন গ্রেফতার – মাদক উদ্ধার !

ঠাকুরগাঁওয়ের বালিয়াডঙ্গীতে ৩ দোকানকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের জরিমানা করেন ৩০ হাজার টাকা

বীরগঞ্জে বাংলাদেশ স্কাউটস দিবস পালিত

২৫ জুন খুলে দেওয়া হবে পদ্মা সেতু