ঠাকুরগাঁও প্রতিনিধি : আউট-অব-স্কুল চিলড্রেন এডুকেশন প্রোগ্রাম কার্যক্রম মাঠ পর্যায়ে বাস্তবায়নের লক্ষ্যে জেলা পর্যায়ে অবহিতরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক ড.কেএম কারুজ্জামান সেলিম।
গতকাল উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে আয়োজিত এ কর্মশালায় ঝরে পাড়া শিশুদের শিক্ষা কার্যক্রমের আওতায় আনতে স্বচ্ছ ডাটাবেজ তৈরি, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিতকরণ, পাঠদানে শিক্ষকদের উপস্থিতি ও শিক্ষার পরিবেশ তৈরিসহ বেশ কিছু সুপারিশ মালা উপস্থাপন করা হয়।
কর্মশালায় সরকারি, বে-সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।