হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) এগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (এআইই) বিভাগের আয়োজনে এবং মেটাল গ্রুপের সহযোগিতায় ট্রাক্টর কাট সেকশন এর উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১ টায় এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং ল্যাব-২ এ আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেটাল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জনাব সাদিদ জামিল, মেটাল প্লাস লিমিটেড এর এক্সিকিউটিভ ডিরেক্টর ও বিজনেস হেড মো. মিজানুর রহমান। উপস্থিত ছিলেন এআইই বিভাগের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মো. কামাল উদ্দিন সরকার ও প্রফেসর ড. মোঃ ছিদ্দিকুর রহমান। সভাপতিত্ব করেন হাবিপ্রবির ইঞ্জিনিয়ারিং অনুষদের সম্মানিত ডীন প্রফেসর ড. মো. মফিজউল ইসলাম।
এ সময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান প্রধান অতিথির বক্তব্যের শুরুতে বিজয়ের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুননেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট নিহত সকল শহীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। সকলকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, অনেক সময় আমাদের শিক্ষার্থীদের থিওরির সাথে প্রাকটিক্যাল জ্ঞানের একটা পার্থক্য থেকে যায়।
এ ধরণের উদ্যোগের ফলে শিক্ষার্থীরা হাতে কলমে শিখতে পারবে, তারা আরও বেশি দক্ষতা অর্জন করতে পারবে এবং কর্মক্ষেত্রে এর প্রয়োগ ঘটাতে পারবে। তিনি বলেন, দেশে শিক্ষার মানোন্নয়নে বড় বড় কোম্পানি গুলোকে এগিয়ে আসতে হবে। তিনি আরও বলেন, কৃষিক্ষেত্রে মেটাল গ্রুপ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত লক্ষ্য অর্জনে কাজ করে যাচ্ছে। মেটাল গ্রুপ সামনে আরও সহযোগিতা করবে এই প্রত্যাশা ব্যক্ত করে এবং এআইই বিভাগকে ধন্যবাদ জ্ঞাপন করে তিনি তার বক্তব্য শেষ করেন।
এছাড়াও, দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের ভিআইপি কনফারেন্স রুমে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মেটাল গ্রুপের মাঝে সমঝোতা স্মারক সাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হাবিপ্রবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান এর উপস্থিতিতে এতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে সাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রফেসর ড. মো. সাইফুর রহমান এবং মেটাল গ্রুপের পক্ষে সাক্ষর করেন ম্যানেজিং ডিরেক্টর সাদিদ জামিল। এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, চেয়ারম্যান, আইআরটি এর পরিচালক, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিচালকসহ অন্যান্য শিক্ষক-কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।