শনিবার , ১০ ডিসেম্বর ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুরে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক বিজ্ঞান মনস্ক জাতি গড়তে হলে সকলকে এগিয়ে আসতে হবে

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ১০, ২০২২ ১২:০৭ পূর্বাহ্ণ

দিনাজপুরের জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেছেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়েছে আজকের এই ডিজিটাল উদ্ভাবনী মেলা। শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক জাতি গড়তে হলে সকলকে এগিয়ে আসতে হবে। ৯ ডিসেম্বর ২০২২ শুক্রবার দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে দিনাজপুর জিলা স্কুলে দুইদিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক এ কথাগুলো বলেন। আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) দেবাশীষ চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ। স্বাগত বক্তব্য রাখেন জিলা স্কুলের প্রধান শিক্ষক আক্তারা পারভীন। অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম, জেলা সিভিল সার্জন ডাঃ এ.এইচ.এম বোরহান-উল-ইসলাম সিদ্দিকী, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু। এসময় দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ের ডিডিএলজি মোঃ মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আনিচুর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দিনাজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ রাহেনুল ইসলাম। এর আগে সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী’র নেতৃত্বে জেলা প্রশাসক কার্যালয় থেকে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ এর একটি বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিন শেষে জিলা স্কুলে আলোচনা সভায় মিলিত হয়। এরপর ফিতা কেটে, বেলুন-ফেস্টুন উড়িয়ে দুইদিনব্যাপী মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি। এছাড়াও মেলায় অংশগ্রহণকারী দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর স্টল, সদর উপজেলা কৃষি অফিস, সদর উপজেলা সহকারি কমিশনার ভুমি অফিসসহ বিভিন্ন সরকারি-বেসরকারি স্টল সমূহ পরিদর্শন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ঠাকুরগাঁওয়ে ‘দুদক’ এর সাথে ‘দুপ্রক’ এর মতবিনিময় সভা

দিনাজপুরে রংপুর বিভাগীয় এসএমই পণ্য মেলা

ডাচ বাংলা ব্যাংক সেতাবগঞ্জ শাখা উদ্বোধন

বোদায় বিএনপির পদযাত্রা অনুষ্ঠিত

যমুনা টিভি সাংবাদিকের বিরুদ্ধে মিথ্য মামলা প্রত্যাহার সহ ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবীতে পঞ্চগড়ে মানববন্ধন

নির্বাচনকালীন নিরপেক্ষ সরকার না থাকলে কোনভাবেই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয় তার প্রমান হয়ে গেছে কুমিল্লার নির্বাচনে —মির্জা ফখরুল

বৈশাখী মেলায় হাজার হাজার  মানুষের উপচে পড়া ভীড়

বৈশাখী মেলায় হাজার হাজার মানুষের উপচে পড়া ভীড়

২৪ ঘণ্টায় আরও ৮৩ মৃত্যু, শনাক্ত ২৬৯৭

রাণীশংকৈলে সেই শিক্ষককে গ্রেফতারের দাবিতে ফের সড়ক অবরোধ!

ঠাকুরগাঁওয়ে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত