বুধবার , ২১ ডিসেম্বর ২০২২ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

দিনাজপুর ট্রাকের ধাক্কায় প্রাণ গেলো এনজিও কর্মীর

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ২১, ২০২২ ৮:০৫ অপরাহ্ণ

বিরল (দিনাজপুর) প্রতিনিধি\দিনাজপুরে বিরলে ট্রাকের ধাক্কায় দ্বীনি আর্জুম নামে স্কাউটের সাবেক সিনিয়র রোভার মেট এবং বর্তমান এনজিও কর্মী নিহত হয়েছেন।
গত মঙ্গলবার দিবাগত রাত ৭টায় দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মৃত দ্বীনি আর্জুম (২৭) পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার ল²ী নারায়নী গ্রামের এলাকার মঞ্জুরুল ইসলামের মেয়ে এবং দিনাজপুর সরকারি মহিলা কলেজের সাবেক সিনিয়র রোভার মেট এবং বিরল পৌর শহরের শংকরপুর নামক এলাকায় অবস্থিত আরডিআরএস নামক এনজিওতে মাঠকর্মী হিসেবে কর্মরত ছিলেন।
বাংলাদেশ স্কাউটের নির্বাহী সদস্য লোকমান হাকিম বলেন, দ্বীনি বিরল উপজেলায় আরডিআরএসে চাকরি করতেন। দুপুরে তিনি তার ব্যবহৃত স্কুটি নিয়ে অফিসের কাজে বের হন। পথে বিরলের শংকরপুর এলাকায় পৌঁছলে তাকে পিছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৭টায় তার মৃত্যু হয়।
কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) গোলাম মাওলা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
নিহত রোভার দ্বীনি আর্জুম দিনাজপুর জেলা স্কাউটসের একজন সক্রিয় সদস্য ছিলেন,এবং জেলা ব্যাপী স্কাউটিং কার্যক্রম বৃদ্ধি,স্কাউট প্রোগ্রাম বাস্তবায়ন সহ সামাজিক ও মানবিক কাজে তার অবদান প্রশংসনীয়। তার এই অকাল মৃত্যুতে জেলা স্কাউটস, রোভার স্কাউটস পরিবার শোকাহত।
নিহত রোভার দ্বীনি আর্জুম এর জানাজা ও দাফনকার্যে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা স্কাউটস এর কমিশনার মাতলুবুল মামুন, সম্পাদক আনিসুজ্জামান মিলন, জেলা রোভারের সম্পাদক জহুরুল হক, সুন্দরদিঘি ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হালিম কাজি, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম শাহিন।
এদিকে চিরিবন্দরে দেরিতে ঘুম থেকে ওঠায় মায়ের বকা খেয়ে অভিমান করে বিষ পানে আত্মহত্যা করেছে মাজেদা নামের এক স্কুলছাত্রী। মঙ্গলবার সন্ধায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয় বলে জানায় পরিবার। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে আন্ত:ধর্মীয় সম্প্রীতি সুরক্ষায় ধর্মীয় নেতাদের সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মশালা

পীরগঞ্জে বিকাশ ব্যবসায়ী ইসাহাক আলী হত্যাকান্ডের সাথে জড়িত ৩ জন আটক

জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় দিনাজপুরে ২১ দিনব্যাপী অনুর্ধ্ব-১৫ ফুটবল প্রশিক্ষন শুরু

যখনই দেশে উন্নয়ন হয় তখনই ষড়যন্ত্র শুরু হয় -মনোরঞ্জন শীল গোপাল এমপি

দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ মৃত্যু ৬৩, সর্বোচ্চ ৭ হাজার ৬২৬ জন আক্রান্ত

দিনাজপুরে সাংবাদিকদের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

তেঁতুলিয়ায় কলেজ ছাত্র আরিফুলের হত্যাকারিদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

রাণীশংকৈলে নবনির্বাচিত মেয়র ও অধ্যক্ষকে সংবর্ধনা দিলেন প্রেসক্লাব

ঠাকুরগাঁওয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা

পীরগঞ্জে চেয়ারম্যান পদে শ্বশুড়-বউমা’র লড়াই