মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধি ঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে বিক্রী নিষিদ্ধ রাক্ষুসে মাছ ‘ পিরানহা’ বিক্রির অভিযোগে এক মৎস্য ব্যবসায়ীকে অর্থদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। একই সঙ্গে প্রায় ১৫ কেজি পিরানহা মাছ জব্দ করা হয়েছে। রবিবার শেষ বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মুসফিকুল আলম হালিম এই অর্থদন্ড দেন। ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, রবিবার বিকেলে উপজেলার প্রধান বাণিজ্য কেন্দ্র ফকিরগঞ্জ বাজারে নিষিদ্ধ ‘ পিরানহা’ বিক্রির উদ্দেশ্যে আনার সংবাদ পেয়ে মৎস্য অফিসার সহ ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট অভিযান চালায়। এতে ১৫ কেজি পিরানহা মাছ জব্দ সহ উপজেলার ছোটদাপ গ্রামের বশির উদ্দীনের পুত্র মৎস্য ব্যবসায়ী মোঃ কাজল ইসলাম(২৪) কে ২০০০/- অর্থদন্ড প্রদান করা হয়। জব্দকৃত মাছ উপজেলা পরিষদ চত্ত¡রে প্রকাশ্য জনসম্মুখে মাটিতে পুতে ফেলা হয়। #