আনোয়ার হোসেন আকাশ, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)থেকে: ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) যন্ত্র প্রকৌশল অনুষদে প্রথম হওয়ার ফল প্রকাশের কয়েকদিন পর মেধাবী প্রকৌশলী আহসান হাবীবের দুটো কিডনিই নষ্ট হয়ে গেছে। তাঁর চিকিৎসার জন্য ১৫ লাখ টাকা প্রয়োজন। এ নিয়ে গণমাধ্যমে ‘হাবীবকে বাঁচাতে প্রয়োজন ১৫ লাখ টাকা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি প্রকাশের পর হাবীবকে বাঁচাতে সহযোগিতার হাত বাড়িয়েছেন শিক্ষক, রাজনৈতিক, সামাজিক সংগঠন ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ। আজ বুধবার (২৮জুলাই) পর্যন্ত তাঁর পরিবার জানিয়েছে, নগদ টাকা ও বিকাশের মাধ্যমে ৭ লক্ষ টাকা সহযোগিতা পেয়েছেন। এছাড়াও আরও অনেকে চিকিৎসা সহায়তার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। সোমবার বিকাল ৬টায় প্রকৌশলী আহসান হাবীবের গ্রামের বাড়ী রাণীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের ঝাপরটলা গ্রামে তাঁর কিডনি ট্রান্সপ্লান্টের জন্য আর্থিক সহায়তা ও দোয়া অনুষ্ঠানের উদ্যোগ নেন ওই এলাকার বাসিন্দা ও সমাজসেবক বালিয়াডাঙ্গী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান। হাবীবের চিকিৎসার জন্য ঠাকুরগাঁও-২ আসনের এমপি আলহাজ্ব মো. দবিরুল ইসলাম ৫০ হাজার টাকা, স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নতুন চাঁদ এর পক্ষ থেকে ১ লক্ষ ৫৫ হাজার টাকা, বালিয়াডাঙ্গী উপজেলার ম…