তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তামাক নিয়ন্ত্রক বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৮ জানুয়ারি) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে উপজেলার বিভিন্ন স্তরের অংশীজনদের এ কর্মশালার আয়োজন করা হয়। জেলা সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার জিয়া উদ্দিনের সভাপতিত্বে কর্মশালায় প্রেজেন্টেশন করেন স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা.মো.আবুল কাশেম ও মেডিকেল অীফসার ডিজিজ কন্ট্রোল ডা.আবুল কাশেম।
কর্মশালায় অংশ নেন চিকিৎসক, সাংবাদিক, ইমাম, জনপ্রতিনিধিসহ সচেতন নাগরিকমহল। এ সময় কর্মশালায় তামাকের ক্ষতিকর বিষয়াদি, আইন ও তামাক নিয়ন্ত্রণে সামাজিক দায়বদ্ধতা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
এছাড়া কর্মশালায় তামাক নিয়ন্ত্রণে গণপরিবহন ধূমপান মুক্তকরণ, তামাকবিরোধী প্রচারণা জোরদার করা, তরুণদের ধূমপানে নিরুৎসাহিত করতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। #