পঞ্চগড় প্রতিনিধি\ আন্তঃ ডিভিশন ব্যাটমিন্টন টুর্নামেন্টে নীলফামারী গণপূর্ত বিভাগকে ২-০ সেটে পরাজিত করে পঞ্চগড় গণপূর্ত বিভাগ চ্যাম্পিয়ন হয়েছে। দিনাজপুর গণপূর্ত বিভাগে রংপুর গণপূর্ত জোন ওই টুর্নামেন্টের আয়োজন করে। গত শনিবার দিনব্যাপী ওই টুর্নামেন্টে ৮টি জেলার ২০টি দল অংশগ্রহণ করে। প্রতিটি দলে ৪ জন করে খেলোয়ার অংশ নেন। সেরা খেলোয়ার নির্বাচিত হন পঞ্চগড় গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মনিরুজ্জামান সরকার। দলের অন্য সদস্যরা হলেন, কম্পিউটার অপারেটর মো. শাওন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক রাসেল মনি ও ক্যাশ সরকার আসলাম আলী। খেলা শেষে রাতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন রংপুর গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী আব্দুল গোফফার। দিনাজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর গণপূর্ত সার্কেলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী শেখ মো. মিজানুর রহমান ও দিনাজপুর গণপূর্ত সার্কেলের তত্ত¡াবধায়ক প্রকৌশলী দেওয়ান মো মাওদুদুর রহমান।