নবাবগঞ্জ(দিনাজপুর)প্রতিনিধিঃদিনাজপুরের নবাবগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান রাস্তার পাশের গাছে ধাক্কা খেয়ে প্রাণ গেল শফিকুল ইসলাম নামে এক ভ্যানচালকের।
গত বৃহস্পতিবার দিবাগত রাত ৯টার দিতে নবাবগঞ্জ উপজেলার খলিশাগাড়ী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালক শফিকুল ইসলাম(৪৮) নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের মিঠাপুকুর গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।
স্থানীয়রা ও পুলিশ জানায়, নবাবগঞ্জ সদর থেকে হরিপুর যাওয়ার সড়ক দিয়ে ভ্যান চালিয়ে বাড়িতে ফিরছিলেন শফিকুল ইসলাম। সে ওই সড়কের খলিশাগাড়ী নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অটোকে পাশ দেয়ার সময় ভ্যানটি সড়কের পাশে ছোট্ট গর্তে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটি সড়কের পাশের গাছে জোরে ধাক্কা খেয়ে উল্টে যায়। পরে স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নবাবগঞ্জ থানার ওসি ফেরদৌস ওয়াহিদ এর সত্যতা নিশ্চিত করে জানান, সুরতহাল রিপোর্ট করেছি। নিহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় যথাযথ প্রক্রিয়ায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।