বৃহস্পতিবার , ৯ ফেব্রুয়ারি ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

অভিনব কায়দায় মাইক্রোবাসে ফেন্সিডিল বহনকালে আটক মাদক ব্যবসায়ী

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ৯, ২০২৩ ১১:২১ অপরাহ্ণ

অভিনব কায়দায় মাইক্রোবাসে সংবাদ মাধ্যমের স্টিকার লাগিয়ে নিষিদ্ধ ফেন্সিডিল বহনকালে মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১৩, দিনাজপুর সদস্যরা।
এ সময় ফেন্সিডিল পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়। মাইক্রোবাস থেকে ১৭৬ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী রাজন আহমেদ ওরফে রাজন সরদার ওরফে রাজুকে গ্রেফতার করা হয়।
আটক রাজন আহমেদ ওরফে রাজন সরদার ওরফে রাজু (২৮) শরিয়তপুর জেলার ডামুড্যা থানার চরজুসুরগাঁও(ইদিলপুর) গ্রামের মোঃ শহিদ সরদারের ছেলে।
গত বুধবার দিবাগত মধ্য রাতে দিনাজপুর-ঢাকা মহাসড়কের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী ফিলিং ষ্টেশনের সামনে র‌্যাবের চেকপোস্ট বসিয়ে তল্লাশিকালে তাকে মাদকসহ আটক করা হয়।
গতকাল বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব -১৩ দিনাজপুর।
র‌্যাব-১৩ দিনাজপুর জানায়, র‌্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, দিনাজপুরের আমবাড়ী হতে মাইক্রোবাসে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদক নিয়ে ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে দিনাজপুর-ঢাকা মহাসড়কে ঢাকা অভিমুখে যাচ্ছে। উক্ত সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত মধ্যরাতে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ফুলবাড়ী ফিলিং ষ্টেশনের সামনে র‌্যাবের চেকপোস্ট স্থাপন কসানো হয়। চেকপোস্ট চলাকালে সন্দেহজনক একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ২টি বস্তায় মোট ১৭৬বোতল ফেন্সিডিলসহ রাজন আহমেদ ওরফে রাজন সরদার ওরফে রাজুকে গ্রেফতার করে।
উল্লেখ্য,আটক আসামী মাদক ব্যবসার পরিচয় আড়াল করার লক্ষে মাদক পরিবহনে ব্যবহৃত মাইক্রোবাসে সংবাদ মাধ্যম এর স্টিকার লাগিয়ে এবং গাড়ীর ডেসবোর্ডে সংবাদ মাধ্যমের স্টিকার সম্বলিত ২টি বিকল (নস্ট) ভিডিও ক্যামেরা ও ১টি মাউথ স্পিকার রেখে সাংবাদিকের গাড়ী ছদ্দবেশে দীর্ঘদিন দেশের বিভিন্ন এলাকায় একই কায়দায় মাদক দ্রব্যের ব্যবসা করে আসছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী সীমান্ত এলাকা হতে বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে ফেন্সিডিল সংগ্রহ করে দেশের বিভিন্ন এলাকায় মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করে। আটক আসামীর বিরুদ্ধে দিনাজপুরের ফুলবাড়ী থানায় র‌্যাব বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আসামীকে থানায় হস্তান্তর করা হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত