মঙ্গলবার , ২১ ফেব্রুয়ারি ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

যক্ষারোগ প্রতিরোধে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের নিয়ে পঞ্চগড়ে নাটাবের মতবিনিময় সভা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ফেব্রুয়ারি ২১, ২০২৩ ৮:১৬ অপরাহ্ণ

পঞ্চগড় প্রতিনিধি\ যক্ষারোগ প্রতিরোধে সুশিল সমাজের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের জমিরন নেছা দাখিল মাদ্রাসা হলরুমে মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের নিয়ে ওই সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয় য²া নিরোধ সমিটি-নাটাব, পঞ্চগড় জেলা শাখা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন পঞ্চগড়ের সিভিল সার্জন ডা. মো. রফিকুল হাসান। জমিরন নেছা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার এ টি এম আমিরউল্ল্যাহর সভাপতিত্বে ও নাটাব পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক ও সাংবাদিক সামসউদ্দীন চৌধুরী কালামের সঞ্চালনায় মতবিনিময় সভায় বক্তব্য দেন কাগজিয়াপাড়া দাখিল মাদ্রাসার সুপার মোশারফ হোসেন, খানপুকুর খোলাপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জয়নুল ইসলাম ও নাটাব রংপুর বিভাগের প্রতিনিধি কাওছার উদ্দীন।
মতবিনিময় সভায় বাংলাদেশের য²া রোগের বর্তমান চিত্র, পঞ্চগড় জেলার কার্যক্রম, ফুসফুসের য²ার লক্ষণ, য²া নিয়ন্ত্রণে করণীয় ও দায়িত্বসমূহ নিয়ে বিস্তারিত আলোচনা করেন সিভিল সার্জন ডা. মো. রফিকুল হাসান। তিনি বলেন, সম্পূর্ণ বিনা খরচে রোগ নিরূপণ ও চিকিৎসা করা হলেও গ্রামের অনেক মানুষ বিষয়টি নিয়ে অবহিত নন। বিভিন্ন পেশার মানুষ এগিয়ে এলে খুব কম সময়ের মধ্যে অন্যান্য রোগের মত এই রোগটি নিয়ন্ত্রণ এমনকি নির্মূল করা সম্ভব। এক্ষেত্রে স্কুল ও মাদ্রাসার শিক্ষকরা বিষয়টি নিয়ে শিক্ষার্থীসহ তাদের অভিভাবকদের সাথে আলোচনা করতে পারেন। এভাবে সবাই মিলে একত্রিত হয়ে কাজ করলে যক্ষèারোগ নিয়ন্ত্রণ করা সহজতর হবে।

সর্বশেষ - ঠাকুরগাঁও