ঠাকুরগাঁও : উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাটবীজ উৎপাদন এবং সম্প্রসারণের লক্ষ্যে ঠাকুরগাঁওয়ে নাবী পাটবীজ উৎপাদনকারী চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে ।
মঙ্গলবার সদর উপজেলা পরিষদ মিলনায়তনে পাট অধিদপ্তর আয়োজিত কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ।কৃষকদের প্রশিক্ষণ দান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আফতাব হোসেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ রায়, পাট অধিদপ্তরের সহকারী পরিচালক মোশাররফ হোসেন প্রমুখ । দুইটি ব্যাচে ১শ চাষী এ কর্মশালায় অংশ নেয় ।