দিনাজপুর সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের দানিহাড়ি ডাড়িয়াপাড়া পল্লী গ্রামে জেলা কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মো. আজিজার রহমানের দুটি খড়ের পালায় দূর্বৃত্তের আগুন।
রোববার দিবাগত মধ্য রাত ১২ টায় দিনাজপুর সদর উপজেলার ১০নং কমলপুর ইউনিয়নের দানিহাড়ি ডাড়িয়াপাড়া পল্লী গ্রামে জেলা কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মো. আজিজার রহমানের আমন ধানের দুটি খড়ের পালায় দূর্বৃত্তরা আগুন দিয়েছে। এতে প্রায় ২ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। স্থানীয় বাসিন্দা শাহজাহান আলম, শরিফুল ইসলাম, আনোয়ার হোসেন, জুলফিকার আলীসহ অনেকে জানান, মধ্য রাত ১২ টার দিকে মানুষের চিৎকারে দেখতে পান কৃষক লীগের সভাপতি আজিজার রহমানের দুটি খড়ের পালায় আগুন জ্বলছে। তাৎক্ষণিকভাবে পাশে সেচ পাম্পের পানি দিয়ে আগুন নেভানো হয়। ততক্ষণে দুটি খড়ের পালার প্রায় ৮০ থেকে ৯০ ভাগ খড় পুড়ে যায়।
দিনাজপুর জেলা কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মো. আজিজার রহমান জানায়, ২২ বিঘা জমির আমন ধান মাড়াই করে পাওয়া খড় বাড়ির খলিয়ানে পালা দিয়ে সংরক্ষণ করে রাখা হয়। রোববার মধ্য রাত ১২ টা সময় দূর্বৃত্তরা আমার ওই খড়ের পালায় আগুন লাগিয়ে দেয়। এতে আমার ২০ থেকে ২৫ কাউন খড় পুড়ে আড়াই থেকে তিন লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়েছে। তিনি জানান, পূর্ব কোন শত্রæতার জের ধরে এ আগুন লাগানো হয়েছে।
দিনাজপুর কোতয়ালী থানার অফিসার ইনচার্জ তানভীরুল ইসলাম জানান, অভিযোগ পেলে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।