বৃহস্পতিবার , ১৪ জানুয়ারি ২০২১ | ১৪ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে প্রচারণা পিছিয়ে নেই নারী প্রার্থীরা

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
জানুয়ারি ১৪, ২০২১ ৮:১১ অপরাহ্ণ

বিকাশ ঘোষ,বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : পৌর নির্বাচনের প্রচারণায় পিছিয়ে নেই সংরক্ষিত নারী প্রার্থীরা দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভা নির্বাচনে এবার ১৩ জন নারী প্রার্থী পৌরসভার ৯টি ওয়ার্ডে সংরক্ষিত কাউন্সিলর পদে ভোটযুদ্ধে মাঠে নেমেছেন। ভোটের সময় যতই ঘনিয়ে আসছে নারী প্রার্থীরা ততই ব্যস্ত সময় পার করছেন। তারা কোনভাবেই পিছিয়ে নেই পুরুষ প্রার্থীদের তুলনায়। সমর্থকদের সাথে নিয়ে পৌর শহরের পাড়া-মহল­া ঘুরছেন,বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন নিজেদের মার্কার লিফলেট। নতুন -পুরাতন ভোটারদের দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, সংরক্ষিত ০১নং বর্তমান কাউন্সিলর মোছা: রহিমা খাতুন ( চশমা), মোছা: সুমি (আনারস) ও মোছা: নিশাদ বানু (অটোরিক্সা),

আসন( ৪,৫,৬) সংরক্ষিত ০২ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মিসেস কোহিনুর আকতার, (আনারস), শিল্পী রানী ঘোষ(চশমা), মোছা: আসমানী বেগম(দ্বিতল বাস), মোছা: নার্গিস বেগম (বলপেন), মোছা: মর্জিনা খাতুন (জবা ফুল) ও লতিফা রহমান (টেলিফোন),আসন (৭,৮,৯) সংরক্ষিত ০৩ নং ওয়ার্ডে সাবেক কাউন্সিলর মোছা: সামিনা ইয়াসমিন (আনারস), সাবেক কাউন্সিলর অনিতা রায় (অটোরিক্সা), নেহার বানু (চশমা) ও সুপ্রভা রানী পাল (জবা ফুল)। ৭,৮,৯ নম্বর ওয়ার্ডের প্রার্থী সামিনা বলেন,নির্বাচনী এলাকায় ছোট ছোট সভার মাধ্যমে তিনি ভোট প্রচারণা এবং তিনটি ওয়ার্ডের বিভিন্ন পাড়া-মহল­ার বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন। ৪,৫,৬ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও প্রার্থী মিসেস কোহিনুর বেগম বলেন, দীর্ঘদিন থেকে আমি জনগণের সাথে আছি। করোনার সময়েও এলাকার মানুষের সুখে-দু:খে তাদের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করেছি। আমি আবারো নির্বাচিত হলে সকলকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করব। ১,২,৩ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর রহিমা খাতুন বলেন, আমি একজন নারী প্রার্থী সকল নারীদের পাশাপাশি পুরুষ ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছি। উলে­খ্য, হালনাগাদ ভোটারে তালিকায় পৌরসভা নির্বাচনে নারী ভোটার বৃদ্ধি পেয়েছে। মোট ভোটার সংখ্যা ১৫ হাজার ৫৪৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭হাজার ৫১৩ ও নারী ভোটার ৮ হাজার ৩২ জন।

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

ফুলবাড়ীতে প্রতিবন্ধী নারীকে হুইল চেয়ার প্রদান

ন্যয় বিচার পাওয়ার অর্থে সাংবাদিকদের প্রতি সবচেয়ে আস্থাশীল প্রতিষ্ঠান বাংলাদেশ প্রেস কাউন্সিল- -বিচারপতি মো. নিজামুল হক নাসিম, চেয়ারম্যান, বাংলাদেশ প্রেসকাউন্সিল

‘বাংলাদেশে গমের টেকসই উৎপাদন: প্রতিবন্ধকতা উত্তরণে প্রস্তাবনা’ শীর্ষক কর্মশালা

হাবিপ্রবিতে সহকারী অধ্যাপকদের জন্য শুদ্ধাচার সংক্রান্ত দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

ঠাকুরগাঁওয়ে জেলা পরিষদের এককালিন আর্থিক সহায়তার চেক বিতরণ

বীরগঞ্জে ৩ ক্লিনিক কে জরিমানা ও ১টি ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা

পঞ্চগড়ে শিল্পকলা একাডেমির উদ্যোগে বিশ^ সংগীত দিবস পালিত

রাণীশংকৈলে পুজা উদযাপন প্রস্তুতি সভা

খানসামায় ব্র্যাক ডেইরী এন্ড ফুড প্রজেক্টের দুগ্ধ ক্রয় কেন্দ্র উদ্বোধন

নবরূপীর প্রযোজনায় মঞ্চস্থ হলো শাহজাহান শাহ্ রচিত ‘ইত্যাদি ধরনের প্রভৃতি’ নাটক