হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা:
সাবেক ছাত্রনেতা রাজশাহী বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু প্রজন্মলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ১, হরিপুর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য পদ-প্রার্থী একেএম শামীম ফেরদৌস টগর হরিপুর উপজেলা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেন।
বুধবার সকাল ১১টায় শামীম ফেরদৌস টগর প্রেসক্লাবে উপস্থিত হলে ক্লাবের সভাপতি কবিরুল ইসলাম কবির ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান তাকে ফুল দিয়ে বরণ করেন।
পরে উপজেলা প্রেসক্লাবের হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম কবির, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান,যুগ্ন সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, সদস্য মুকুল হোসেন,দপ্তর সম্পাদক মশিউর রহমান রাব্বু প্রমুখ