ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাটে গ্রাম বিকাশ কেন্দ্রের উপজেলা পর্যায়ে সরকারি বিদ্যমান সেবা সমূহ অবহিত করন সম্পর্কিত ওরিয়েন্টেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে ওসমানপুর গ্রাম বিকাশ কেন্দ্রের পাথওয়েজ টু প্রসপারিটি ফর এক্সট্রিমলি পুওর পিপল (পিপিইপিপি-ইইউ) প্রকল্পের আয়োজনে ওরিয়েন্টেশন সভায় সভাপতিত্ব করেন, গ্রাম বিকাশ কেন্দ্রের প্রসপারিটি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মো. ফিরোজ আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইউএনও মো. রাফিউল আলম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন এসিল্যান্ড মো. মাহামুদুল হাসান, উপজেলা কৃষি অফিসার মো. রফিকুজ্জামান, উপজেলা সমবায় অফিসার প্রদীপ কুমার সরকার, উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আজিজুর রহমান, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার আহমদ ঈসা।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রকল্পের টেকনিক্যাল অফিসার কমিউনিটি মবিলাইজেশন বিধান বাস্কে, নিউট্রিশন মেহেদী হাসান, জীবিকায়ন মো. শাহিন মিয়া, সহকারী কারিগরি কর্মকর্তা পুষ্টি ফারুক হোসেন ও জীবিকায়ন মো. আলমগীর হোসেন প্রমুখ।