সোমবার , ১২ ডিসেম্বর ২০২২ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

পীরগঞ্জে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
ডিসেম্বর ১২, ২০২২ ৮:০২ অপরাহ্ণ

পীরগঞ্জ (ঠাকুরগাঁও)প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৫০ পিচ ইয়াবা, একটি মোটর সাইকেল ও মাদক বিক্রির নগদ ১১ হাজার ৬’শ টাকা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। উপজেলার বাসন্ডি কালিপুকুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার দুপুরে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, তিনি সহ থানা পুলিশের একটি টিম মাদক উদ্ধার ও গ্রেফতারি পরোয়ানা তামিলের জন্য রবিবার সন্ধায় উপজেলার গোদাগাড়ি বাজারে অবস্থান করছিলেন। এ সময় সোর্স মারফত খবর পান, উপজেলার মল্লিকপুর বলাইরহাট গ্রামের মৃত সহিরউদ্দীনে ছেলে মাদক ব্যবসায়ী মাজেদুর রহমান মাইজার উপজেলা বোর্ড হাট হতে মাদক নিয়ে মোটর সাইকেল যোগে বাসন্ডি কালি পুকুরের দিকে আসছে। খবর পেয়ে উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে বাসন্ডি কালিপুকুর এলাকায় ঐ মাদক ব্যবসায়ীকে ৫০ পিচ ইয়াবা, ১২৫ সিসি একটি হিরো গøামার মোটর সাইকেল, মোবাইল ফোন সেট ও মাদক বিক্রির নগদ ১১ হাজার ৬’শ টাকা সহ আটক করে থানায় নিয়ে আসেন। পরে থানায় তার বিরুদ্ধে মদক আইনে মামলা করা হয়। মাইজারের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানান পুলিশ।
পীরগঞ্জ থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, সোমবার দুপুরে মাদক ব্যবসায়ী মাইজারকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - ঠাকুরগাঁও