শুক্রবার , ২৬ মে ২০২৩ | ২৮শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ

ফকিরপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় অবৈধভাবে ৮ বছর ধরে এক পদে থেকেই বেতন দুই মৌলভী শিক্ষক

প্রতিবেদক
ঠাকুরাগাঁও সংবাদ
মে ২৬, ২০২৩ ৪:৪৮ অপরাহ্ণ

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় একটি মাধ্যমিক বিদ্যালয়ে একই পদে দুজন শিক্ষক নিয়োগের অভিযোগ উঠেছে। বিদ্যালয়টির এমপিও কাঠামো অনুযায়ী একজন মৌলভী শিক্ষক থাকার কথা থাকলেও কাগজ কলমে একই পদে নাম রয়েছে দুজনের। তারা হলেন সহকারি শিক্ষক আইবুল হক ও জাহাঙ্গীর হোসেন। তারা ওই বিদ্যালয়ের একই পদে মৌলভী শিক্ষক। তারা সরকারের চোখকে ফাঁকি দিয়ে গত ৮ বছর ধরে এক পদে থেকেই বেতন উত্তোলন করে আসছেন। এ পর্যন্ত তথ্য অনুযায়ী ৪২ লাখ টাকা উত্তোলন করেছেন। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সচেনতনমহল। তবে ঘটনাটি মুদ্রনজনিত ত্রæটি বলে জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক। বিষয়টি নিয়ে কোন ব্যবস্থা গ্রহণ করতে দেখা যায়নি শিক্ষা কর্মকর্তাদের।

স্থানীয় ও বিদ্যালয়ে গিয়ে জানা যায়, তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউপির অন্তর্গত ফকিরপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠার পর ১৯৯৭ সালে আইবুল হককে সহকারি শিক্ষক (সামাজিক বিজ্ঞান) নিয়োগ দেয়া হয়। ২০০৪ সালে বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তিনি। পরে ইংরেজি শিক্ষক হিসেবে পালন করতে থাকেন। এক সময় সামাজিক বিজ্ঞানে তিনজন শিক্ষক থাকায় আইবুল হক কোন বিষয়ে দায়িত্ব পালন করবেন তা নিয়ে সৃষ্টি হয় দ্বিধাদ্বন্ধ।

এদিকে ২০০৯ সালে জাহাঙ্গীর হোসেনকে সহকারী শিক্ষক (ধর্মীয়) হিসেবে নিয়োগ দেয়া হয়। ২০১৩ সালে শিক্ষা মন্ত্রনালয় থেকে বিদ্যালয়টির শিক্ষকের তালিকা চাওয়া হলে আইবুল হককে মৌলভী শিক্ষক হিসেবে দেখানো হয়। ২০১৫ সাল থেকে দুইজনই মৌলভী শিক্ষক (এমআরটি) হিসেবে বেতন তুলছেন। এর মধ্যে টাইমস্কেলের জন্য আইবুল হক আবেদন করলে শিক্ষা মন্ত্রনালয় তাকে প্রত্যাখ্যান করে। মন্ত্রনালয় থেকে আই¦বুল হককে মৌলভী শিক্ষক পদ পরিবর্তন করার নির্দেশনা দেন। কিন্তু তিনি পদ পরিবর্তন না করে ২০১৫ সাল থেকেই বেতন উত্তোলন করছেন। চলতি বছরের এমপিও শিট অনুযায়ী প্রতি মাসে আইবুল হক ২৬,৭৯০ টাকা এবং জাহাঙ্গীর হোসেন ২৩,৩৩৪ টাকা করে বেতন তুলছেন।

সহকারী শিক্ষক (মৌলভী) জাহাঙ্গীর হোসেন জানান, ২০০৯ সালে পূর্ণাঙ্গ নিয়োগের মাধ্যমে আমি মৌলভি শিক্ষক (এমআরটি) হিসেবে নিয়োগ পেয়ে শিক্ষকতা করে আসছি। আমি আইবুল হককে বলেছিলাম আপনার পদ সংশোধন করে নেন কিন্তু তিনি আমাকে বলেছিলেন এটা প্রধান শিক্ষকের ব্যাপার ।

অভিযুক্ত মৌলভী শিক্ষক আইবুল হক জানান, আমি মৌলভী শিক্ষক নই, ইংরেজি শিক্ষক। ইংরেজি বিষয়ে পাঠদান করে থাকি। বিশেষ করে এমআরটি লিস্টে আমার পদবী ভুল হয়েছে। যার কারণে একই পদে দুজনের নাম দেখাচ্ছে। আমি আমার পদ সংশোধনের জন্য মন্ত্রনালয়ে আবেদন করেছি ।

ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ইয়াসিনুল ইসলাম সাংবাদিকদের ক্ষোভ প্রকাশ করে বলেন, আইবুল হক আসলে অতিরিক্ত শিক্ষক হিসেবে ছিল। অবৈধভাবে স্কুলে কর্মরত রয়েছেন। এই স্কুলের কমিটিও অবৈধ। আমরা এলাকাবাসী চাই একজন মৌলভী শিক্ষকের পদে একজনই থাকবে।

স্থানীয় দানিয়েল হোসেন সাংবাদিকদের জানান, প্রকৃতপক্ষে জাহাঙ্গীর হোসেন মৌলভী শিক্ষক। আমরা মনে করি ফকিরপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে যেহেতু একজন মৌলভী শিক্ষকের পদ। তাই একজন মৌলভী শিক্ষকের বেতন হওয়া উচিত।

ফকিরপাড়া দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক বলেন, এটি মূলত আমাদেরই ভূল হয়েছে। ২০১৩ সালে যখন মন্ত্রণালয় স্কুলের বিদ্যালয়ের শিক্ষকদের নামের তালিকা চাওয়া হয়। তখন নামের তালিকা পাঠালে পরে সেটা ভুল ধরা পড়ে। শিক্ষক আইবুল হক তার পদ সংশোধনের জন্য বারবার বলা সত্তে¡ও তেমন কোন চেস্টা করেনি । তবে এ বছর আমরা সংশোধনের জন্য আবেদন করেছি। আমরা সংশোধনের চেস্টা করছি।

জেলা শিক্ষা কর্মকর্তা শাহিন আকতার জানান, নথিপত্র না দেখে ও তদন্ত না হওয়া পর্যন্ত এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। #

সর্বশেষ - ঠাকুরগাঁও

আপনার জন্য নির্বাচিত

দিনাজপুরে এসএসসি পরীক্ষার্থীদের পাশে দাড়িয়েছে জেলা ছাত্রদল

অবশেষে রাণীশংকৈল উপজেলা আ.লীগ জাতীয় পার্টির প্রার্থীকে সমর্থন

ঘোড়াঘাট সাহিত্য পরিষদ ও উপজেলা  স্বাস্থ্য কমপ্লেক্সের মতবিনিময় সভা

ঘোড়াঘাট সাহিত্য পরিষদ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতবিনিময় সভা

বছরে ১০ হাজারের অধিক নারী মারা যায় পীরগঞ্জে জরায়মুখু ক্যান্সার প্রতিরোধে সেমিনার

দিনাজপুরে যহ্মা বিষয়ে মুক্তিযোদ্ধাদের সাথে মতবিনিময় সভায় ডাঃ সঞ্চিতা দাস নিয়মিত ও পূর্ণ মেয়াদে চিকিৎসায় যহ্মা রোগ সম্পূর্ণ ভালো হয়

হিলি ছড়িয়ে পড়েছে বিষাক্ত পার্থেনিয়াম আগাছা

বীরগঞ্জের মরিচা শাখা আ’লীগের ত্রি-বার্ষিক কাউন্সিলে সভাপতি ফারুক ও সাধারণ সম্পাদক হেলাল নির্বাচিত

বোচাগঞ্জে গাছের সাথে এ কেমন শত্রুতা

বীরগঞ্জে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর সাধারণ সভা

ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশীপ পাইপ লাইন ভারতীয় সহকারী হাই কমিশনারের পার্বতীপুর রিসিপ্ট টার্মিনাল পরিদর্শন