পঞ্চগড় প্রতিনিধি\ সুলতান উল নাঈম শুভকে সভাপতি ও হারুন অর রশিদ হারুনকে সাধারণ সম্পাদক করে জাতীয় কৃষক সমিতি পঞ্চগড় জেলা শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। গতকাল রোববার দুপুরে পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের প্রোগ্রেস ক্লাব হলরুমে জেলা সম্মেলনে জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক হবিবর রহমান সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তাদের নাম ঘোষণা করেন। এ সময় কৃষ্ণ চন্দ্র রায়কে সাংগঠনিক সম্পাদক, আবু বকর সিদ্দিককে প্রচার সম্পাদক ও অম্বরিশ চন্দ্র রায়কে আইন বিষয়ক সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়। এই কমিটিকে অবিলম্বে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে বলা হয়েছে। কৃষক নেতা আবু বক্কর সিদ্দিকের সভাপতিত্বে জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য ও নবনির্বাচিত সভাপতি সুলতান উল নাঈম শুভ, নবনির্বাচিত সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, দেব নারায়ন রায়, কৃষ্ণ চন্দ্র রায়, নন্দ রায়সহ কৃষক সমিতির জেলা ও উপজেলা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।