বিকাশ ঘোষ , বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধিঃ গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন প্রজাতির চারা গাছ বিতরণ করা হয়েছে। সোমবার (৫ জুন-২০২৩) বিকেলে উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা প্রশাসন এর আয়োজনে প্রধান মন্ত্রীর কার্যালয় হতে বাস্তবায়নাধীন আশ্রয়ন-২ প্রকল্পের আওতা. পূর্ণবাসিত ১৫০টি পরিবারের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার জিনাত রেহানা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ আমিনুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি রাজ কুমার বিশ্বাস। অনুষ্ঠানে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।