বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি\ দিনাজপুরের বোচাগঞ্জ থানা পুলিশ ১৪ কেজি গাঁজা ও ১টি মোটর সাইকেল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
জানা গেছে, গোপন সুত্রের ভিত্তিতে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক এর নেতেৃত্বে সঙ্গীয় ফোর্স অাজ ১৫ আক্টোবর শনিবার বেলা আনুমানিক ২টা ৩০ মিনিটে দিনাজপুর – সেতাবগঞ্জ সড়কের হাট মাধবপুর থেকে মোটর সাইকেলে বহন করার সময় হাতে নাতে ১৪ কেজি গাঁজা সহ উপজেলার চন্ডিপুর গ্রামের জবদুল হকের পুত্র মোঃ সোহেল রানা(৩২) কে আটক করে। বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, আটককৃত মাদব ব্যবসায়ী দীর্ঘদিন ধরে কুমিল্লা সীমান্ত থেকে গাঁজা এনে বিভিন্ন কুরিয়ার সার্ভিসের মাধ্যেমে দেশের বিভিন্ন জায়গায় খুচরা মাদক বিক্রেতাদের কাছে গাঁজা বিক্রি করতো বলে স্বীকার করেছে। এব্যাপারে বোচাগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের হয়েছে। যার মামলা নং-০৪।