হাবিপ্রবি প্রতিনিধি\ হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ক্যারিয়ার অ্যাডভাইজরি সার্ভিস ( সিএডিএস) এর আয়োজনে শিক্ষার্থীদের জন্য ঊহমষরংয ঊফমব ভড়ৎ ঃযব ঈধৎববৎ ঝঁপপবংং শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর ৩ টায় বিশ্ববিদ্যালয়ের আইআরটি’র কনফারেন্স রুমে উক্ত কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআরটি’র পরিচালক প্রফেসর ড. এস. এম. হারুন-উর-রশীদ, আরও উপস্থিত ছিলেন প্রক্টর প্রফেসর ড. মো. মামুনুর রশীদ, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত পরিচালক মো. মাইন উদ্দিন। কর্মশালায় সভাপতিত্ব করেন সিএডিএস এর পরিচালক প্রফেসর ড. এন. এইচ. এম. রুবেল মজুমদার। কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন হাবিপ্রবির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক এএসএম মাহবুবুর রহমান।
এ সময় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এম. কামরুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার ক্ষেত্রে আমরা টেকনিক্যাল স্কিলের উপর গুরুত্ব প্রদান করি কিন্তু পেশাগত জীবনে টেকনিক্যাল স্কিলের পাশাপাশি সফট স্কিলের গুরুত্ব অনেক। বর্তমান যুগ প্রতিযোগিতা ম‚লক যুগ, সেটি বাংলাদেশ বা আন্তজার্তিক যে প্রেক্ষাপটেই হোক। বিশ্ববিদ্যালয়ের পড়াশুনা শেষ করার পর প্রফেশনাল জীবনে প্রবেশের সময় বিভিন্ন প্রতিযোগিতার সম্মুখীন হতে হয়। এই প্রতিযোগিতায় টেকনিক্যাল স্কিলের পাশাপাশি সফট স্কিল খুবই গুরুত্বপ‚র্ণ। আমাদেরকে সময় উপযোগী দক্ষ মানবসম্পদ হিসেবে নিজেকে প্রস্তুত করতে হবে। অন্যথায় প্রতিযোগিতায় পিছিয়ে পড়তে হবে। এ লক্ষ্যে হাবিপ্রবির ক্যারিয়ার অ্যাডভাইজরি সার্ভিস নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে। পরিশেষে তিনি এ ধরনের কর্মশালা আয়োজনের জন্য ক্যারিয়ার অ্যাডভাইজরি সার্ভিস সংশ্লিষ্টদের ধন্যবাদ জ্ঞাপন করেন।