হরিপুর (ঠাকুরগাঁও) সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের হরিপুরে ভটভটির চাকায় পিষ্ট হয়ে
মনছুর আলী (২৫) নামে এক মটরসাইকেল আরোহী নিহত হয়েছে এবং আরেক আরোহী গুরুতর
আহত হওয়ার ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৬ জুন) রাত আটটার দিকে উপজেলার আমগাঁও ইউনিয়নের কামারপুকুর
কবরস্থান সংলগ্ন কুয়েতী মসজিদের সামনে হরিপুর-রানীশংকৈল পাকা রাস্তার উপর
ঘটনাটি ঘটে।
নিহত মনছুর আলী (২৫) হরিপুর উপজেলার গেদুড়া ইউনিয়নের গেদুড়া তালুকদার পাড়া
গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে এবং আহত রায়হান আমগাও ইউনিয়নের কামারপুকুর
মিলনবাজার এলাকার রব্বানীর (ভোম্বল) ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার কামারপুকুর থেকে মটরসাইকেল যোগে
রানীশংকৈল যাওয়ার সময় কামারপুকুর কবরস্থান সংলগ্ন কুয়েতী মসজিদের সামনে
বিপরীত বিপরীত দিক থেকে আসা গরু বহনকারী ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেল আরোহী মনছুর আলী (২৫) ভটভটির চাকার নিচে পড়ে ঘটনাস্থলে মারা
যায় এবং অপর আরোহী রায়হান গুরুত্বতর আহত হয়। তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে
রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন।
হরিপুর থানার উপপরিদর্শক(এস আই) দীনমোহাম্মদ জানান, লাশ উদ্ধার করা হয়েছে।
মামলা প্রক্রিয়াধীন রয়েছে।