ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃদিনাজপুরের ঘোড়াঘাট থানার ওসি মো. আবু হাসান কবির বদলী জনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
বুধবার (২১ জুন) অফিসার্স ক্লাবের পক্ষ থেকে তাকে ক্রেষ্ট উপহার দিয়ে এ সংবর্ধনা দেওয়া হয়।
উপজেলা অফিসার্স ক্লাবের সভাপতি এসিল্যান্ড ও চলতি দায়িত্বে থাকা ইউএনও মোঃ মাহমুদুল হাসানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুজ্জামান, উপজেলা প্রকৌশলী মোঃ সফিকুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আজিজুর রহমান, ঘোড়াঘাট ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ নিরঞ্জন সরকার, সহকারী প্রোগ্রামার মোঃ আশরাফুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহিনুর আলম প্রমুখ।
বিদায়ী ওসি মোঃ আবু হাসান কবির ২০২১ সালের ১৫ সেপ্টেম্বরে ঘোড়াঘাট থানায় যোগদান করেন। বর্তমানে তিনি নীলফামারীর পুলিশ সুপারের কার্যালয়ে বদলী হয়ে যোগদান করেন।